DBC News
'নির্বাচনকালীন সরকারে কোন টেকনোক্র্যাট মন্ত্রী থাকবে না'

'নির্বাচনকালীন সরকারে কোন টেকনোক্র্যাট মন্ত্রী থাকবে না'

নির্বাচনকালীন সরকারে কোন টেকনোক্র্যাট মন্ত্রীরা থাকবে না বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সন্ধ্যায়, ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের জানান, 'নির্বাচনকালীন সরকার যেকোন দিন গঠন করা হতে পারে। তবে সে সরকারে কোন টেকনোক্র্যাট মন্ত্রীরা থাকবে না।'

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপকে ঐতিহাসিক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এখন পর্যন্ত কোন সরকার প্রধান এমন সংলাপ করেনি। সংলাপে রাজনৈতিক দলগুলোকে যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আশ্বাস দেয়া হয়েছে তার ফল তারা পেতে শুরু করেছেন। প্রধানমন্ত্রীর এই সংলাপ শুধু দেশের জনগণই নয়, অনেক বিশ্ব নেতা ও জাতিসংঘের মতো অনেক সংগঠনও এর প্রশংসা করেছেন।'

তিনি আরও জানান, 'আগামীকাল সকাল ১০টা থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি করা হবে। ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ৮টি বিভাগের জন্য ৮টি বুথে এ ফরম পাওয়া যাবে। এবারের নির্বাচনে জরিপ ও এলাকায় গ্রহনযোগ্যতা দেখেই মনোনয়ন দেয়া হবে।'

এ সময় তফসিল ঘোষনার পর মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নির্বাচনী আচরনবিধি মেনে চলার আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সম্পর্কে তিনি বলেন, 'আজ প্রধান নির্বাচন কমিশন জাতির উদ্দেশে ভাষণে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন,তাই প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলন স্থগিত করেছেন। দুই একদিনের মধ্যেই তিনি সংবাদ সম্মেলন করতে পারেন। 

খালেদা জিয়ার বিষয়ে তিনি বলেন, 'খালেদা জিয়াকে কারাগারে স্থানান্তর কোন গুরুত্বপুর্ণ বিষয় নয়। তাকে কারাবিধি অনুযায়ীই চলতে হবে।'

আরও পড়ুন

রবিবার শুরু হচ্ছে পিইসি পরীক্ষা

আগামীকাল রবিবার শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।  চলতি বছর এ পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন- এমসিকিউ থাকছে না ।এবার প্রাথমিক শিক্ষা সমাপ...

শাহরিয়ার শহীদ আর নেই

বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপণা সম্পাদক শাহরিয়ার শহীদ মারা গেছেন।  তার বয়স হয়েছিলো মাত্র ৫৫ বছর। শনিবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধ...

দলের প্রার্থীদের পক্ষে কাজ করতে টিম গঠন: মোহাম্মদ নাসিম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দল ও আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করতে একটি টিম গঠন করা হবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। শনিবার সকা...

'ঐক্যফ্রন্টের জয়ে গণতন্ত্রের বিজয় হবে'

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের জয়ের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আ...