DBC News
নিউজার্সিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন

নিউজার্সিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ সংস্থার আয়োজনে শ্যামাপূজা ও শুভ দীপাবলি উদযাপিত হয়েছে। নিউজার্সির প্যাটারসন সিটিতে মহাত্মা গান্ধী মন্দিরে দীপাবলি ও শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। 

নিউজার্সির বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী এতে অংশ নেন। সব বয়সী নারী পুরুষের অংশগ্রহণে পূজামণ্ডপ মিলনমেলায় পরিণত হয়। প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে এসময় দীপাবলি উদযাপন করেন তারা। পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন অতিথি শিল্পীসহ স্থানীয় শিল্পীরা।