DBC News
'খালেদার নির্দেশনাতেই নির্বাচনে অংশ নেবে বিএনপি'

'খালেদার নির্দেশনাতেই নির্বাচনে অংশ নেবে বিএনপি'

খালেদা জিয়ার নির্দেশনাতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি এমন তথ্য জানিয়ে দলটির নেতারা বলছেন, নির্বাচনে যাওয়ার ব্যাপারে দলের নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকেও সিদ্ধান্ত হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাও, নির্বাচন নিয়ে ইতিবাচক হবেন বলে প্রত্যাশা বিএনপি নেতাদের।

আসছে ২৩শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঠিক করে গতকাল বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'এক তরফা নির্বাচনের জন্যই এই তফসিল ঘোষণা করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, 'জনগণ এ নির্বাচন মানবে না।'

এছাড়া মির্জা ফখরুল অভিযোগ করেন, 'ঐক্যফ্রন্টের প্রতিনিধিরা নির্বাচন কমিশনকে তফসিল পেছানোর জন্য অনুরোধ করেছিলো। কিন্তু তারা সে অনুরোধ না রেখে একতরফা নির্বাচন করতেই এই তফসিল দিয়েছে।' নির্বাচনে অংশ নেবে কী না সে বিষয়ে ফখরুল সাংবাদিকদের জানান, '২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে অামাদের সিদ্ধান্ত জানাবো।'

তফসিল ঘোষণার পর গতকাল রাতেই গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠকে বসেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের সদস্যরা। বৈঠকে নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেন নেতারা।

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া জানান, 'নির্বাচনের মাধ্যমেই তিনবার ক্ষমতায় এসেছে বিএনপি। বিএনপি আর নির্বাচন আলাদাভাবে দেখার বিষয় নয়। আমরা অবশ্যই নির্বাচনে যেতে চাই, ঐক্যফ্রন্টও নির্বাচনে যাবে।'

দলের কারাবন্দী চেয়ারপার্সনের নির্দেশনাতেই নির্বাচনে যাবার প্রস্তুতিও নিচ্ছে বলে জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, 'ম্যাডাম নির্বাচনে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। এজন্য তিনি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে নির্দেশ দিয়েছেন। এই সরকারের অপকীর্তি তুলে ধরতে বলেছেন।'

তিনি জানান, 'আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে। বেগম জিয়া আমাদেরকে সংগঠিত হয়ে থাকতে বলেছেন।'

খন্দকার মাহবুব আরও বলেন, 'মূল বিষয় হলো মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে- এমন পরিস্থিতি সৃষ্টি করেই, জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে। আমরা নির্বাচন বয়কট করবো- সরকার যদি এমনটা মনে করে থাকে, সেটা ভুল ভাবনা।' 

দলের উপদেষ্টা পরিষদের বৈঠকেও নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে বিএনপির ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. শাহিদা রফিক। তিনি বলেন, 'এ্যাডভাইজারি কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আমরা একমত হয়েছি যে, আমরা নির্বাচনে যাবো, আন্দোলনে যাবো, রাজপথ ছাড়বো না। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা জনগনের সঙ্গে আছি।'

আন্দোলনের অংশ হিসেবেই বিএনপি নির্বাচনে অংশ নেবে বলেও জানান দলের এই নেতারা।

আরও পড়ুন

রবিবার শুরু হচ্ছে পিইসি পরীক্ষা

আগামীকাল রবিবার শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।  চলতি বছর এ পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন- এমসিকিউ থাকছে না ।এবার প্রাথমিক শিক্ষা সমাপ...

শাহরিয়ার শহীদ আর নেই

বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপণা সম্পাদক শাহরিয়ার শহীদ মারা গেছেন।  তার বয়স হয়েছিলো মাত্র ৫৫ বছর। শনিবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধ...

দলের প্রার্থীদের পক্ষে কাজ করতে টিম গঠন: মোহাম্মদ নাসিম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দল ও আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করতে একটি টিম গঠন করা হবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। শনিবার সকা...

'ঐক্যফ্রন্টের জয়ে গণতন্ত্রের বিজয় হবে'

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের জয়ের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আ...