DBC News
বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে আহত এক বাংলাদেশি মারা গেছেন। ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যালে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম ফটিক, সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা এলাকার আব্দুল লতিফের ছেলে।

বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি জানায়, বেশ কয়েকদিন আগে ফটিকসহ কয়েকজন গরু আনতে ভারতে যান। বুধবার রাতে, গরু নিয়ে ফেরার পথে বিএসএসফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আহত হন ফটিক। এসময় তার সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যালে ভর্তি করে। চিকিৎসা চলাকালে বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছে বিজিবি ।