DBC News
'নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছে ঐক্যফ্রন্ট'

'নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছে ঐক্যফ্রন্ট'

তফসিল ঘোষণার পর রাজশাহীতে সমাবেশ করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছে ঐক্যফ্রন্ট- বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রোগমুক্তির দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপির ভাঙ্গা হাট জমবে না, ফাঁকা বুলি ছুঁড়ে আর কিছু আদায়ের চেষ্টা করে লাভ নেই।' ঐক্যফ্রন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

এর আগে, শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র কেনার পর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, 'তফসিল ঘোষণার পর আন্দোলনের কর্মসুচি দেয়া সংবিধান পরিপন্থি ও গনতান্ত্রিক রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক। বিএনপি সেটিই করছে। জনগণ এখন নির্বাচনমুখী, আন্দোলনে তাদের সায় নেই।'

বিএনপি নির্বাচনে অংশ নেবে এমন আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, 'নির্বাচন অনুষ্ঠান ও তফসিল ঘোষণা সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব, সরকারের বিষয় নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কথা শুনে মনে হচ্ছে তারা নির্বাচনে আসবে। সংলাপের তাদের প্রায় বেশিরভাগ দাবি মানা হয়েছে, সংলাপের ফলাফল শূন্য এ কথা ঠিক নয়। আমরা আশা করি তারা নির্বাচনে অংশগ্রহন করবে।'

আরও পড়ুন

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুলনা, ফরিদপুর ও ময়মনসিংহে তিন জন মারা গেছেন। সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী মারা গেছেন। এ নি...

নবম ওয়েজবোর্ড বিষয়ে আদেশ মঙ্গলবার

সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের জন্য নবম ওয়েজবোর্ড বিষয়ে আপিল বিভাগের আদেশ মঙ্গলবার। আজ সোমবার সংবাদপত্রকর্মীদের নতুন বেতন কাঠামো নবম ওয়েজ বোর্ডের গেজে...

'সিরিজ বোমা হামলার পৃষ্ঠপোষক বিএনপি'

১৭ই আগস্টের সিরিজ বোমা হামলার পৃষ্ঠপোষক ছিল বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বিকেলে, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দেশব...

জামায়াত বিষয়ে সিদ্ধান্ত হবে পরিস্থিতি বিবেচনায়: ফখরুল

দীর্ঘদিনের সঙ্গি জামায়াতে ইসলামীকে নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছে বিএনপি। ডিবিসি নিউজের সঙ্গে আলাপকালে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগ...