DBC News
বদলে গেছে বেনাপোল বন্দরের চিত্র

বদলে গেছে বেনাপোল বন্দরের চিত্র

পাল্টে গেছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের চিত্র। অবকাঠামো উন্নয়নের কারণে বেড়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। ২৯১কোটি টাকায় বন্দর সম্প্রসারণের কাজ প্রায় শেষ। আর এরই সুফল মিলছে এখন। বছরে ৮০ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে এ বন্দর দিয়ে। সরকার রাজস্ব পাচ্ছে ১০ হাজার কোটি টাকা।

১৯৭২ সালে মুজিব-ইন্দিরা চুক্তির পর থেকে শুরু হয় বেনাপোল-পেট্টাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বানিজ্য। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবল, জায়গা স্বল্পতাসহ নানা সমস্যায় জর্জরিত ছিল বেনাপোল। এর ফলে ব্যাহত হতো বাণিজ্য। প্রায় সৃষ্টি হতো যান ও পণ্যজট।

কিন্তু গত ৪ বছরে অনেকটাই পাল্টে গেছে বন্দরের চিত্র। একাধিক শেড ইয়ার্ড, বাইপাস সড়ক নির্মাণসহ বন্দরে টার্মিনাল স্কেল ও ক্রেন ফরক্লিপ বেড়েছে। চলছে আরও উন্নয়ন প্রকল্পের কাজ।

ব্যবসায়ী ও সিএন্ডএফ প্রতিনিধিরা জানান, বেনাপোল বন্দর আগের চেয়ে উন্নত হওয়ায় বন্দর সংশ্লিষ্টরা তো বটেই, এর সুফল ভোগ করছেন স্থানীয়রাও।

হ্যান্ডলিং শ্রমিক ও স্থানীয়রা জানান, সরকারের বরাদ্দ দেয়া ২৯১ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের ফলে আধুনিক বন্দরে রূপ নিচ্ছে বেনাপোল।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম বলেন, 'আমরা এ প্রকল্প বাস্তবায়ন করবো বলে আশা করছি। আগামী দিনে আপনারা বেনাপোল বন্দরকে বিশ্ব তথা এশিয়ার মধ্যে প্রথম সারির বন্দর হিসেবে দেখতে পারবেন।'

বেনাপোল বন্দর উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে আরও প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের।

আরও পড়ুন

ব্যাংকখাতে সাড়ে ২২ হাজার কোটি টাকা অনিয়ম

গত ১০ বছরে ব্যাংকিং খাতে সাড়ে ২২ হাজার কোটি টাকার অনিয়ম হয়েছে; যা চলতি অর্থবছরের আয়করের ৩৯ শতাংশ। সকালে রাজধানীর একটি হোটেলে ব্যাংকিং খাতের ওপর আয়োজিত সংলাপে এ...

'তিন বছরে প্রবৃদ্ধি হবে ১০ শতাংশ'

আবার ক্ষমতায় এলে আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি ১০ শতাংশে পৌঁছাবে বলে আশার কথা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাপানি সংবাদমাধ্য...

হবিগঞ্জের-৪: অস্তিত্বের লড়াইয়ে বিএনপি; জয় ধরে রাখতে চায় আওয়ামী লীগ

হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসন বরাবরই ছিল আওয়ামী লীগের দখলে। তবে এবারের নির্বাচন দলটির জন্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। আর দীর্ঘ ১০ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি এব...

ইভিএম নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের যে ৬টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে তার একটি খুলনা-২। এই আসনের সব কেন্দ্রেই ভোটাররা ইভিএমের মাধ...