DBC News
হোয়াইট-ওয়াশের টার্গেট নিয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ

হোয়াইট-ওয়াশের টার্গেট নিয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ

উইন্ডিজকে হোয়াইট-ওয়াশ করার টার্গেট নিয়েই আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নামছে বাংলাদেশ। উইকেট নিয়ে না ভেবে নিজেদের সেরাটা দিয়ে লড়তে চায় টাইগাররা। মুশফিকের ইনজুরি নিয়ে নানা গুঞ্জন থাকলেও তাকে দলে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ক্যাপ্টেন সাকিব আল হাসান। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

মিরপুরের উইকেট সব সময় আনপ্রেডিক্টেবল। এই বাইশ গজ নিয়ে আগ বাড়িয়ে কথা বলতে চান না অনেক টাইগার ক্রিকেটার। চট্টগ্রাম টেস্টে ক্যারিবিয়ানদের স্পিনে ফাসিয়ে ম্যাচ জিতেছে বাংলাদেশ। ঢাকার কিউরেটর গামিনি ডি সিলভার কাছেও হোম টিমের চাওয়া ঘূর্ণি ফাঁদ। তবে উইকেটের চিন্তায় ঘুম হারামে নারাজ সাকিব আল হাসান।

তিনি বলেন, 'অবশ্যই জেতার জন্য খেলব আমরা। যদি ওইরকম কোনো পরিস্থিতি আসে, যখন (হার এড়াতে) ড্র করার সম্ভাবনা আছে, তখন সেটার চেষ্টা করা যেতে পারে। বাংলাদেশের জন্য স্পেশাল হবে, যদি আমরা ২-০ তে জিততে পারি। আমরা ২-০তেই সিরিজ জিততে চাই। এর জন্য যা কিছু করা দরকার, যেভাবে প্রস্তুতি নেয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি।'

মুশফিকের ব্যাক আপ হয়ে দলে এসেছেন লিটন দাস। যদি শেষ মূহুর্তে খেলতে না পারেন মুশি......লিটন ফিরে পাবেন কিপিং গ্লাস। তবে হাত ছাড়া হবে ওপেনিং স্লট। মিরপুরেই টেস্ট সৌম্যর সাথে ওপেনার হিসাবে খেলছেন আনক্যাপড সাদমান ইসলাম। এক পেইসার চার স্পিনার......পুরনো ফর্মেশনেই মাঠে নামছে টিম টাইগার্স।

চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে আপারহ্যান্ড বাংলাদেশ। ইতিহাসে প্রথমবার টাইগারদের সামনে উইন্ডিজকে ওয়াই ওয়াশের বড় সুযোগ। সাকিবের ধারণা কাজটা মোটেও সহজ হবে না। মান বাচাতে শক্ত চ্যালেঞ্জ জানাবে উইন্ডিজ। তবে প্রেশার ফ্রি হোয়েই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত টিম টাইগারস।

মিরপুর টেস্ট ড্র করলেই সিরিজ টাইগারদের পকেটে। ড্র না শেষ ম্যাচটা জিতেই সিরিজ শেষ করতে চান সাকিব আলা হাসান। আর সে কারণেই ম্যাচের শুরু থেকে অ্যাটাকিং চাল চালতে চান টাইগার টেস্ট ক্যাপ্টেন।