DBC News
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড সিলেট পর্ব অনুষ্ঠিত

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড সিলেট পর্ব অনুষ্ঠিত

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের সিলেট পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গণিত সমিতি ও এম.এফ মুজিবুর ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিযোগিতায় অংশ নেন সিলেটের ৭টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৮৩ জন শিক্ষার্থী।

শুক্রবার সকালে, গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, গণিত বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাস্মদ গোলাম শাহী হায়দার চোধুরীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। পরে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত লিখিত ও দুপুরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এরপর বিকেলে প্রতিযোগিদের মধ্যে ১০ জনকে পুরষ্কার প্রদান করা হয়।

আরও পড়ুন

অনুমোদনহীন বিদেশি প্রতিষ্ঠানের ডিগ্রি গ্রহণযোগ্য নয়: ইউজিসি

আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউএসএসহ বেশ কিছু বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অবৈধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি। দেশে বসে...

‘অর্থ দেয়নি বলে র‌্যাংকিং থেকে বাদ পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়’

বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ৪৫ হাজার পাউন্ড না দেওয়ার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় আসেনি বল...

বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর প্রতি শ্রদ্ধা নিবেদন (ভিডিও)

কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। এর পর এফডিসিতে তাকে শেষ বিদায় জানান দীর্ঘদিনের সহকর্মীরা। এর আগে বুধবা...

আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মবার্ষিকী (ভিডিও)

আজ ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী আজ; গ্রীষ্মের তাপদাহেও নগরের রুপ বারবার স্মরণ করে তাঁর সৃষ্টিকেই। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থ...