DBC News
মহাজোটের আসন প্রায় চূড়ান্ত

মহাজোটের আসন প্রায় চূড়ান্ত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়াসহ ২০ দলীয় জোটের পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

আওয়ামী লীগ বলছে, নির্বাচনি নিয়ম অনুযায়ী, যেসব আসনে প্রার্থীর মনোনয়নের বৈধতা নিয়ে সন্দেহ ছিল সেসব আসনে আগেই বিকল্প প্রার্থী দিয়েছিল দলটি। এছাড়া দু'একটি আসনে মহাজোটের প্রার্থীর জন্য আসন খালি রেখেছে আওয়ামী লীগ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে সব দলের ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রবিবার যাচাই বাছাই শেষে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে খালেদা জিয়াসহ রয়েছে ২০ দলীয় জোট এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বেশ কয়েকজন প্রার্থী।

আওয়ামী লীগ বলছে, সঠিকভাবে মনোনয়নপত্র দাখিল করতে না পারা এবং ঋণখেলাপিসহ নানা অভিযোগে সব দলেরই কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। যা প্রমাণ করে সব দলই সমান সুযোগ পাচ্ছে।

আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য লে. কর্ণেল ফারুক খান বলেন, 'যেসব প্রার্থীদের ব্যাপারে আমাদের কিছুটা সন্দেহ আছে যে এবং সে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কাছে তথ্য এসেছে, তখন সেসব স্থানে আমরা দু'জন করে প্রার্থী দিয়েছি।'

চুড়ান্ত মনোনয়ন পেলেও, বেশ কয়েকজন আওয়ামী লীগ প্রার্থীকে দুই থেকে তিন দিনের মধ্যে আসন ছেড়ে দিতে হবে মহাজোটের প্রার্থীদের।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, 'আমরা তো মহাজোটের জন্য কিছু আসনে প্রার্থী দিইনি। আগামী দু'তিন দিনের মধ্যে মহাজোট প্রার্থী যখন চূড়ান্ত হয়ে যাবে, তখন আওয়ামী লীগের প্রার্থী সেখান থেকে মনোনয়ন প্রত্যাহার করবেন।'

আরও পড়ুন

উন্নয়নের পক্ষে তরুণদের ভোট চাইলেন সাকিব

উন্নয়নের পক্ষে তরুণদের ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ...

বন্ধ হওয়া অনলাইন পোর্টাল এবং ওয়েবসাইটগুলো এখন সচল

মিথ্যা ও গুজব ছড়ানোর অভিযোগে বন্ধ হওয়া নিউজ পোর্টালসহ ৫৮টি ওয়েবসাইট খুলে দেয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি জানিয়েছে বন্ধ হওয়া সব নিউজ...

উন্নয়নের পক্ষে তরুণদের ভোট চাইলেন সাকিব

উন্নয়নের পক্ষে তরুণদের ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ...

'কোন দেশের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'জঘন্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে সরকার, অন্য কোন দেশ বা কোন সংস্থার সঙ্গে বিএনপির সম্পর্ক নেই।' আজ সোমবার এক সংবাদ...