DBC News
মহাজোটের আসন প্রায় চূড়ান্ত

মহাজোটের আসন প্রায় চূড়ান্ত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়াসহ ২০ দলীয় জোটের পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

আওয়ামী লীগ বলছে, নির্বাচনি নিয়ম অনুযায়ী, যেসব আসনে প্রার্থীর মনোনয়নের বৈধতা নিয়ে সন্দেহ ছিল সেসব আসনে আগেই বিকল্প প্রার্থী দিয়েছিল দলটি। এছাড়া দু'একটি আসনে মহাজোটের প্রার্থীর জন্য আসন খালি রেখেছে আওয়ামী লীগ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে সব দলের ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রবিবার যাচাই বাছাই শেষে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে খালেদা জিয়াসহ রয়েছে ২০ দলীয় জোট এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বেশ কয়েকজন প্রার্থী।

আওয়ামী লীগ বলছে, সঠিকভাবে মনোনয়নপত্র দাখিল করতে না পারা এবং ঋণখেলাপিসহ নানা অভিযোগে সব দলেরই কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। যা প্রমাণ করে সব দলই সমান সুযোগ পাচ্ছে।

আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য লে. কর্ণেল ফারুক খান বলেন, 'যেসব প্রার্থীদের ব্যাপারে আমাদের কিছুটা সন্দেহ আছে যে এবং সে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কাছে তথ্য এসেছে, তখন সেসব স্থানে আমরা দু'জন করে প্রার্থী দিয়েছি।'

চুড়ান্ত মনোনয়ন পেলেও, বেশ কয়েকজন আওয়ামী লীগ প্রার্থীকে দুই থেকে তিন দিনের মধ্যে আসন ছেড়ে দিতে হবে মহাজোটের প্রার্থীদের।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, 'আমরা তো মহাজোটের জন্য কিছু আসনে প্রার্থী দিইনি। আগামী দু'তিন দিনের মধ্যে মহাজোট প্রার্থী যখন চূড়ান্ত হয়ে যাবে, তখন আওয়ামী লীগের প্রার্থী সেখান থেকে মনোনয়ন প্রত্যাহার করবেন।'

আরও পড়ুন

বারভিডা কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না থাকায় ক্ষোভ

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন-বারভিডা'র কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না থাকায়...

প্রশ্নপত্রে পর্নো তারকার নাম: খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে

রাজধানীর রাককৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনি প্রশ্নপত্রে (এমসিকিউ) দু'টি প্রশ্নের সম্ভাব্য উত্তরে দুই পর্নো তারকার নাম এস...

'আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে'

টানা ক্ষমতায় থেকে উন্নয়ন করার কারণেই আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার, রাজধানীর বঙ্গবন্ধু অ...

'বিএনপি সংসদে যাবে না'

বিএনপি সংসদে যাবে না, দলের নীতিনির্ধারণী ফোরামে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে, সুপ্রিম কোর্ট...