খ্যাতিমান আলোকচিত্রশিল্পী আনোয়ার হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হল স্মরণসভা।
বুধবার সন্ধ্যায়, শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় নানা শ্রেণি পেশার মানুষ। সূর্যদীঘল বাড়ি, এমিলের গোয়েন্দা বাহিনী, পুরস্কার, দহন, হুলিয়া, চিত্রা নদীর পারেসহ বহু চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলাদেশের সিনেমাটোগ্রাফিকে তিনি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেন।
লিয়াকত আলি লাকি, মোরশেদুল ইসলাম, মশিহউদ্দিন সরকার, মাহমুদুল হক, মঈনুদ্দিন খালেদ সহ অন্যান্য সংস্কৃতিজনদের বক্তব্যে উঠে আসে বরেণ্য এই আলোকচিত্রশিল্পীর কর্মময় জীবনের নানা দিক।
10:00 PM
রাজকাহন
দেখুন রবিবার থেকে বৃহস্পতিবার রাত ১০ টায়