DBC News
ঢাকা স্ট্যাম্প শো -২০১৮

ঢাকা স্ট্যাম্প শো -২০১৮

শেষ হল ঢাকা স্ট্যাম্প শো ২০১৮। পহেলা ডিসেম্বর জাতীয় জাদুঘরের নলিনী ভট্টশালী গ্যালারিতে আয়োজিত এই ডাকটিকিট প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার৷ পাঁচ দিনের এই প্রদর্শনীতে ভিড় করে নানা বয়সের মানুষ।

বিশ্বজুরে প্রচলিত অন্যতম জনপ্রিয় শখ ডাকটিকিট সংগ্রহ। এই শখ, বর্ণীল এই পৃথিবীর নানা দেশ, জাতি স্বত্তা আর সংস্কৃতি সম্পর্কে জানান দেয় সংগ্রাহকদের।
নানা রঙ আর আকৃতির ডাকটিকিটের দৃশ্যপটে পৃথিবী সম্পর্কে জানতে উৎসুক হয়ে ওঠে মানব মন।

মোট সাতটি বিভাগে বিশ্বের নানা দেশের তিন হাজার ডাকটিকিট, পোস্টাল খাম ও ডাক সংক্রান্ত অন্যান্য দ্রব্য নিয়ে আয়োজিত এই প্রদর্শনী ছিল নানা বয়সের ডাকটিকিট প্রেমীদের পদচারনায় মুখর।

একসময় ডাক টিকিট সংগ্রহের যে প্রচলন ছিল তা সময়ের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া ডাক টিকিট সংগ্রহের যে শখ তা ফিরিয়ে আনার লক্ষ্যেই আয়োজন করা হয় এই প্রদর্শনীর।