DBC News
'মাহবুব তালুকদার সত্য কথা বলেননি'

'মাহবুব তালুকদার সত্য কথা বলেননি'

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই—নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের করা এ মন্তব্য সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। মঙ্গলবার দুপুরে, চট্টগ্রাম বিভাগের মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, মাহবুব তালুকদার সত্য কথা বলেননি। নির্বাচন অনুষ্ঠানে সামগ্রিক পরিস্থিতি ভালো রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড আছে, এবং সব প্রার্থী সমানভাবে প্রচারণা চালাতে পারছেন।

এ সময়, সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি রেখে নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে নির্বাচন কর্মকতাদের প্রতি আহ্বান জানান, প্রধান নির্বাচন কমিশনার।

গতকাল নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘আমি মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে। নির্বাচন কমিশনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার এসব কথা বলেন।

সিইসি বলেন, ৩০শে ডিসেম্বরের নির্বাচন সমগ্র জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ, নতুন সরকার গঠন হবে। তাই রাষ্ট্র ও জাতির স্বার্থে যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। সমতল এলাকার মতো পাহাড়েও গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। প্রত্যক ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করা হবে। পার্বত্য অঞ্চলে নির্বাচন অনুষ্ঠানে কোনো ঝুঁকি নেই।

এর আগে, আজ সকালে রাঙামাটিতে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেন, প্রধান নির্বাচন কমিশনার। সেখানে তিনি, নির্বাচনে কোন রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে অন্যায়ভাবে প্রভাবিত না হতে নির্বাচনি কর্মকর্তাদের নির্দেশ দেন। 

আরও পড়ুন

'বাজারে লবণের নামে সোডিয়াম সালফেট'

খাবার লবণের নামে একটি সিন্ডিকেট 'বিষাক্ত সোডিয়াম সালফেট' বাজারে ছাড়ছে। এমন অভিযোগ করেছে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি। সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স...

শীর্ষ ব্যবসায়ী নূর আলীকে দুদকে তলব

সিটি করপোরেশনের সঙ্গে চুক্তি ভঙ্গ করে ১৪ তলার বদলে বনানী ডিসিসি ইউনিক কমপ্লেক্স নামে ২৮ তলা ভবন নির্মাণ করার অভিযোগে শীর্ষ ব্যবসায়ী নূর আলীকে জিজ্ঞাসাবাদের জন্...

জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নেই: ফখরুল

জনগণের সঙ্গে সম্পর্ক নেই বলেই তাদের কাছে জবাবদিহিতাও নেই সরকারের, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএ...

চট্টগ্রামে আজ বিএনপির সমাবেশ

চট্টগ্রামে ২৭ শর্তে দলীয় কার্যালয়ের সামনে আজ সমাবেশ করছে বিএনপি। শনিবার দুপুর ২টায় শুরু হয়ে সমাবেশ চলবে বিকেল ৫টা পর্যন্ত। গত ৪ঠা জুলাই চট্টগ্রাম নাসিমন ভবন বা...

গণপিটুনির ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্যানচালক মিনু মিয়াকে গণপিটুনি দেয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।সোমবার এই মানববন্ধন থেকে...

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিসহ ১৬ জন গণপিটুনির শিকার

সারা দেশে ছেলেধরা নিয়ে গুজব প্রতিরোধ ও গণপিটুনিতে হত্যাকাণ্ডের ঘটনা প্রতিরোধে পুলিশ সুপারদের কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যেও সোমবার দেশের বিভি...