DBC News
সিদ্ধান্ত ছাড়াই ট্রাম্পের বৈঠক ত্যাগ

সিদ্ধান্ত ছাড়াই ট্রাম্পের বৈঠক ত্যাগ

মার্কিন সরকারের এক-চতুর্থাংশ অংশে চলমান অচলাবস্থার অবসান ঘটাতে কার্যকর সিদ্ধান্ত না নিয়েই ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার, হোয়াইট হাউজে ডেমোক্রেটিক দুই নেতার সঙ্গে ট্রাম্পের এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠককে 'সময় অপচয়' বলে এক টুইট বার্তায় মন্তব্য করেছেন ট্রাম্প। এছাড়া, বৈঠকটি ফলপ্রসূ না হওয়ার জন্য পরস্পরকে দোষ দিচ্ছেন  ট্রাম্প ও ডেমোক্র্যাট নেতারা।

এর আগে, দেয়াল নির্মাণসহ মেক্সিকো সীমান্তের নিরাপত্তা তহবিল নিশ্চিতে প্রয়োজনে দেশটিতে জরুরি অবস্থা জারির হুঁশিয়ারি দেন ট্রাম্প। ১৯ দিন ধরে চলা মার্কিন সরকারে আংশিক অচলাবস্থার কারণে বিনা বেতনে রয়েছেন দেশটির প্রায় আট লাখ সরকারিকর্মী।