DBC News
এই দশকের শেষ 'ব্লাড মুন' সোমবার

এই দশকের শেষ 'ব্লাড মুন' সোমবার

আগামীকাল রাতের আকাশে দেখা যাবে 'সুপার ব্লাড উল্ফ মুন' এর বিরল দৃশ্য। এসময় একইসাথে সুপার মুন, চন্দ্রগ্রহণ এবং ব্লাড মুনের তিনটি বিশেষ ঘটনা ঘটবে। বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে এটি দেখা না গেলেও, পশ্চিম গোলার্ধের দেশগুলোর আকাশে পরিস্কারভাবে দেখা যাবে এ দৃশ্য।

উত্তর এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের মহাকাশপ্রেমীরা এরই মধ্যে 'সুপার ব্লাড উল্ফ মুন' দেখার জন্য জোরেশোরে প্রস্তুতি নিচ্ছেন। চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের জন্য টেলিস্কোপ, দূরবীন এবং ফটোমিটার বসানো হয়েছে নানা জায়গায়।

রবিবার রাতে পৃথিবী, চাঁদ আর সূর্য একই সরলরেখায় অবস্থানের সময় ঘটবে চন্দ্রগ্রহণ। আবার আগের অবস্থায় ফেরার পর, পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে চাঁদ।  এসময় চাঁদ স্বাভাবিকের চেয়ে বেশ বড় আর রক্তিম বর্ণ ধারণ করে বলে এর নাম 'ব্লাড মুন'। স্বাভাবিকের চেয়েও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে চাঁদকে।

উত্তর ও দক্ষিণ আমেরিকায় জানুয়ারিতে দেখা যাওয়া পূর্ণচাঁদকে বলা হয় 'উল্ফ মুন'। প্রচলিত কল্পকাহিনী অনুযায়ী চন্দ্রগ্রহণের সময় নেকড়ে গর্জন করত বলে এর নাম 'উল্ফ মুন'।

মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ড. ডেভিড রাইটজেল বলেন, 'পূর্ণগ্রাসের সময় পৃথিবীর বায়ুমন্ডলে সূর্যের আলো প্রতিসরিত হয়ে চাদের ওপর পড়ে। একারণেই তামাটে লাল বর্ণ ধারণ করে চাঁদ।'

পশ্চিম গোলার্ধে বাস না করায়, যারা 'সুপার ব্লাড উল্ফ মুন' দেখা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের জন্য ইউটিউবে সরাসরি দেখার ব্যবস্থা করেছে 'অ্যাস্ট্রোনমার্স উইদাউট বর্ডার্স'।

আরও পড়ুন

ভারতের সাবেক অর্থমন্ত্রী সিবিআই হেফাজতে 

দুর্নীতির দায়ে গ্রেপ্তার ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে চার দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার, সিবিআইয়ের সদরদপ্তরে বিশেষ আদালত জানা...

ইরানের সামরিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ক্ষেপণাস্ত্র উন্মোচন

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির উপস্থিতিতে আজ দেশীয় প্রযুক্তিতে তৈরি বভার-৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করা হয়েছে। জাতীয় প্রতিরক্ষা শিল্প দিব...

গ্রিনল্যান্ডে দ্রুত বরফ গলছে, ঝুঁকিতে বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ে এক সপ্তাহের ব্যবধানে আরেকটি ‘দুঃসংবাদ’ শোনালেন বিজ্ঞানীরা। এর ফলে বাংলাদেশের মতো উপকূলীয় অঞ্চলগুলোর হুমকি আরও বেড়ে গেল বল...

চীনা নাগরিকদের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

হংকং আন্দোলন নিয়ে ‘ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগে চীনা নাগরিকদের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার ও ফেসবুক কর্তৃপক্ষ। চীনা নাগরিকদের মোট টুইটার ৯৩৬টি অ্য...