DBC News
অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন

অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন

অমর একশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন আজ। সকালে ছিলো শিশু প্রহর। শিশুদের কলকাকলিতে মুখর ছিলো গ্রন্থমেলা। শনিবার ছুটির এ সকালে মেলা শুরুর সাথে সাথে অভিভাবকদের হাত ধরে এখানে প্রবেশ করে ছোট্ট ছোট্ট ছেলে-মেয়েরা।

শিশুদের সবচেয়ে বেশি আগ্রহ ছিলো, সিসিমপুর নিয়ে। পছন্দের কার্টুন সিরিজ সিসিমপুরের হালুম, টুকটুকি আর ইকরিকে বাস্তবে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা।শিশুচত্বরে আড্ডায় অংশ নেন লেখক এবং প্রকাশকরাও।

নতুন বই আসতে শুরু করেছে মেলায়। লেখক আর পাঠকের সমাগমে মুখরিত হচ্ছে মেলাপ্রাঙ্গণ। এবারও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বসেছে স্টল।নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

এবার মেলায় অংশ নিচ্ছে প্রায় ৫০০ প্রকাশনা সংস্থা। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। আর ২১শে ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে অমর একুশে গ্রন্থমেলা।