DBC News
সাহিত্যের বিশাল রাজ্যে ছোট গল্পের বড় পরিসর

সাহিত্যের বিশাল রাজ্যে ছোট গল্পের বড় পরিসর

সময়ের প্রয়োজনে বিভিন্ন সময় ছোট গল্পের ভাষা আর বিষয় বস্তুর পরিবর্তন এসেছে ঠিকই, কিন্তু সাহিত্যের বিশাল রাজ্যে ছোট গল্প বেশ বড় পরিসর দখল করে আছে একথা বলতেই হয়। পুরানোদের পাশাপাশি নতুনরাও আজকাল নাম লেখাচ্ছেন গল্পকারের তালিকায়। পাঠকও তৈরি হচ্ছে নতুন নতুন।

রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে এই সময়ের হরিশংকর জলদাস, বাংলা সাহিত্যের এই দীর্ঘ যাত্রায় ছোট গল্পের চাহিদা কখনোই কমেনি। বরং নানা যুগে নানা লেখক গল্প লিখে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।

প্রতি বছর কিংবদন্তী লেখক ছাড়াও মেলায় শহিদুল জহির, আহমদ ছফা, শাহিন আখতার, শাহাদুজ্জামানসহ বেশ কয়েকজন জনপ্রিয় লেখকের ছোট গল্পের বইয়ের চাহিদা রয়েছে পাঠকের কাছে।

তরুণ লেখকরা মনে করেন, সময়ের পরিক্রমায় পাঠকের কাছে কবিতা বা উপন্যাসের চাহিদার তারতম্য ঘটলেও ছোট গল্পের চাহিদা সব সময়ই ছিলো।

তবে দ্রুত খ্যাতি লাভের আশায় আজকাল অনেকেই মানহীন লেখা বের করছেন বলে অভিযোগ আছে পাঠক মহলে।