DBC News
বইমেলায় ভ্রমণ সাহিত্য পেয়েছে ভিন্নমাত্রা

বইমেলায় ভ্রমণ সাহিত্য পেয়েছে ভিন্নমাত্রা

ভ্রমণ নিয়ে লেখা সবসময়, সবকালেই পাঠকপ্রিয়তা পেয়েছে। এদেশেও একটু একটু করে জনপ্রিয় হয়ে উঠছে ভ্রমণ কাহিনী-বা ভ্রমণ সাহিত্য। আর দিনে দিনে এর চাগিদাও বাড়ছে। 

ঘর থেকে বের না হয়েই, দেশ অথবা দেশের সীমানা ছাড়িয়ে কোথাও এক নিমেষে ঘুরে আসতে চাইলে ভ্রমণ কাহিনি পাঠ হতে পারে দারুণ এক অবলম্বন।

কোন জায়গা, আর জনগোষ্ঠির সামাজিক, অর্থনৈতিক অথবা রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে জানতে ভ্রমণ সাহিত্য রাখে ব্যাপক ভূমিকা। তবে, পাঠকরা মনে করেন এখন ভ্রমণ নিয়ে যা হচ্ছে তা সাহিত্য না হয়ে আত্মকথন হয়ে দাঁড়াচ্ছে।

লেখক ও প্রকাশকদের মতে মেলায় প্রতি বছর ভ্রমণ সাহিত্য প্রকাশিত হলেও সংখ্যায় সেটি আরো বাড়ানো দরকার।

মেলায় সৈয়দ মুজতবা আলী, রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ শামসুল হক, শাকুর মজিদ, হুমায়ুন আহমেদসহ বেশ কয়েকজন লেখকের ভ্রমন সাহিত্য পাওয়া যাচ্ছে কথা প্রকাশ, মাওলা ব্রাদার্স, জার্নিম্যানসহ বেশ কয়েকটি প্রকশনা সংস্থার স্টলে। 
 

আরও পড়ুন

শিশু প্রহরে আনন্দময় গ্রন্থমেলা

অমর একুশে গ্রন্থ মেলায় ছুটির দিনের সকালটা ছিলো শিশু প্রহর। তাই শিশু চত্বর হয়ে উঠেছিলো আনন্দপ্রাঙ্গণ। সিসিমপুরের জনপ্রিয় চরিত্র ইকরি, হালুম, টুকটুকিকে দেখতেই শিশ...

রাজশাহীতে ঘুড়ি উৎসব

রাজশাহীর পদ্মার চরে হলো ঘুড়ি উৎসব।আজ বিকেলে নগরীর ফুদকীপাড়া মুন্নুজান স্কুলের সামনে এই উৎসবের আয়োজন করে ক্লেমন ক্রিকেট ক্লাব। বিলুপ্ত হতে যাওয়া এই ঘুড়ি উৎসবে শি...

শিশু প্রহরে আনন্দময় গ্রন্থমেলা

অমর একুশে গ্রন্থ মেলায় ছুটির দিনের সকালটা ছিলো শিশু প্রহর। তাই শিশু চত্বর হয়ে উঠেছিলো আনন্দপ্রাঙ্গণ। সিসিমপুরের জনপ্রিয় চরিত্র ইকরি, হালুম, টুকটুকিকে দেখতেই শিশ...

বইমেলায় চাহিদা আছে মুক্তিযুদ্ধের বইয়ের

অমর একুশে গ্রন্থমেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের চাহিদা অনেক। যুদ্ধের বীরত্ব গাঁথা জানতে পাঠক গল্প উপন্যাসের পাশপাশি মৌলিক গবেষণা মূলক বইয়ের দিকেও ঝুঁকছে।বাঙালির গ...