বইমেলায় শিশুতোষ বইয়ের চাহিদা সব সময়ই চোখে পড়ার মতো। বিষয়টি মাথায় রেখে প্রতি বছর অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয় শিশুদের জন্যে অনেক বই। তবে এই বইয়ের বিষয় আর মান নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। অভিভাবকরা বলছেন, শিশু-কিশোরদের বিকশিত করে, পরিকল্পিতভাবে এমন বই মেলায় আনতে হবে।
অভিভাবকদের হাত ধরে মেলায় আসা শিশুদের আগ্রহ গল্পের বইয়ের প্রতি। রূপকথার জগত থেকে শুরু করে কল্পসাহিত্য সবই খুঁজছে তারা। পুরোনোদের সাথে নতুনদের অনেকেই লিখছেন শিশু-কিশোরদের জন্যে।
কোমলমতি শিশুদে বইয়ের বিষয় আর সম্পাদনার দিকে নজর দেয়ার তাগিদ দিচ্ছেন সবাই। তারা বলছেন, বই শিশুর মননকে বিকশিত হতে সাহায্য করে। তাই ছোটদের মন ও মননের কথা চিন্তা করে বই লেখা উচিত বলে মনে করেন তারা।
শিশুতোষ বই প্রসঙ্গে লেখক আলী ইমাম বলেন, 'শিশুদের বই কিন্তু প্রচুর বেরুচ্ছে। তবে অধিকাংশ বই অসম্পাদিত ভাবে বেরুচ্ছে।' আর অন্বেষা প্রকাশনের প্রকাশক মোহাম্মদ শাহাদাত হোসেন এর মতে, 'আমরা চাচ্ছি ভাল বইগুলো পাঠকের কাছে আসুক। শিশুদের বই করতে গেলে অনেক গবেষণা প্রয়োজন। শিশুদের বই তাদের মনস্তাত্বিক বিষয় গুলো বুঝে লিখতে হয়।'
10:00 PM
রাজকাহন
দেখুন রবিবার থেকে বৃহস্পতিবার রাত ১০ টায়