শিশুতোষ বইয়ের চাহিদা চোখে পড়ার মতো। বিষয়টি মাথায় রেখে প্রতি বছর অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয় শিশুদের জন্যে অনেক বই। তবে বইয়ের বিষয় আর মান নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। অভিভাবকরা বলছেন, শিশু-কিশোরদের বিকশিত করে, পরিকল্পিতভাবে এমন বই মেলায় আনতে হবে।
অভিভাবকদের হাত ধরে মেলায় আসা শিশুদের আগ্রহ গল্পের বইয়ের প্রতি। রূপকথার জগত থেকে শুরু করে কল্পসাহিত্য সবই খুঁজছে তারা।
পুরোনোদের সাথে নতুনদের অনেকেই লিখছেন শিশু-কিশোরদের জন্যে। কোমলমতি শিশুদে বইয়ের বিষয় আর সম্পাদনার দিকে নজর দেয়ার তাগিদ দিচ্ছেন সবাই। তারা বলছেন, বই শিশুর মননকে বিকশিত হতে সাহায্য করে। তাই ছোটদের মন ও মননের কথা চিন্তা করে বই লেখা উচিত।
লেখক আলী ইমাম বলেন, ‘শিশুদের বই প্রচুর বের হচ্ছে। তবে অধিকাংশ বই অসম্পাদিতভাবে বের হচ্ছে। ভুল্ভাবে, ভুল বাক্যে, ভুল বাংলায় যেকেউ বই বের করছে।‘
অন্বেষা প্রকাশনীর প্রকাশক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, 'আমরা চাচ্ছি ভালো বইগুলো পাঠকদের কাছে পৌঁছাক। শিশুদের বই এর জন্য অনেক গবেষণাও প্রয়োজন। শিশুদের জন্য তাদের মনস্তাত্বিক বিষয়গুলো বুঝে বই লিখতে হয়।'
10:00 PM
রাজকাহন
দেখুন রবিবার থেকে বৃহস্পতিবার রাত ১০ টায়