DBC News
সড়ক দুর্ঘটনায় পুড়ে মারা গেলেন তিনজন

সড়ক দুর্ঘটনায় পুড়ে মারা গেলেন তিনজন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজনের মৃতু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন, অন্তত আটজন। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে, উপজেলার নিজামপুর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, 'মাইক্রোবাস এবং কাভার্ডভ্যান দু'টিই চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে কার্ভাডভ্যানের পেছনে ধাক্কা খেয়ে মাইক্রবাসটি ভ্যানের পেছেন আটকে যায়। এ অবস্থায়ই মাইক্রোবাসটিকে কিছুদূর টেনে নিয়ে যায় কাভার্ডভ্যানটি। এর কিছুক্ষণের মধ্যে মাইক্রোবাসটিতে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে গেলে আরোহীদের তিনজন গাড়ির ভেতরেই জীবন্ত দগ্ধ হন।'

পুলিশ জানায়, চট্টগ্রামমুখী মাইক্রোবাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই দম্পতিসহ তিনজনের মৃত্যু হয়। নিহত দম্পতি হলেন, আব্দুর রহমান ও কুলসুম বেগম। অপর একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এদিকে, দুর্ঘটনায় আহত আটজনকে মীরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।