DBC News
'দেশের শান্তি ও নিরাপত্তায় কাজ করছে আওয়ামী লীগ সরকার'

'দেশের শান্তি ও নিরাপত্তায় কাজ করছে আওয়ামী লীগ সরকার'

দেশের শান্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য-এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আজ মঙ্গলবার সকালে, গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৯তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় বাঙালি জাতিকে বিশ্বের বুকে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠা ও বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'বাংলাদেশ ও তথ্য বাঙালি জাতিকে বিশ্বের বুকে উন্নত এবং সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।'

বিগত জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, 'জাতীয় সংকটকালে ও জরুরি মুহূর্তে এই বাহিনী দক্ষতা ও সফরতার পরিচয় দিয়ে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধেও এই বাহিনী আন্তরিকভাবে কাজ করেছে।'

এছাড়া, ২০১৪ সালে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস দমনে, বিশেষ করে রেলের নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালনের কথা উল্লেখ করেন সরকার প্রধান।

আনসার ও ভিডিপি বাহিনীর যে কোনও সমস্যা সমাধানে সরকার আন্তরিক ও সহানুভুতিশীল বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। সেই সঙ্গে এই বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে বলেও জানান তিনি।

এ সময়, দেশের নিরাপত্তা ও  আর্থ সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগীতা চান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

ঢাবি'র ভর্তি জালিয়াতি: অভিযুক্তদের তালিকা সিআইডি'র কাছে

অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে তালিকা দেয়ার পাশপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাও ৯১ শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ জালিয়াতি...

আজ পবিত্র শবেবরাত

আজ রবিবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত বা লাইলাতুল বরাত। সারা বিশ্বে মুসলমানরা এই রাতকে ভাগ্য রজনী হিসেবে পালন করেন। এ রাতটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে অত...

নুসরাত হত্যায় সোনাগাজী আওয়ামী লীগ সভাপতির ৫ দিনের রিমান্ড মঞ্জুর

নুসরাত হত্যা মামলায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে নুসরাত হত্যা মামলায় রুহুল আমিনকে গ্রেপ্তার দেখিয়ে...

'স্বাধীনতার লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি'

স্বাধীনতার লক্ষ্য অর্জনে আজীবন কাজ করে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন। গণফোরামের মতিঝিল কার্যালয়ে আয়োজিত নিজ...