DBC News
বুড়িগঙ্গা তীরে উচ্ছেদ অভিযান

বুড়িগঙ্গা তীরে উচ্ছেদ অভিযান

রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারী ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। এ সময় বুড়িগঙ্গার আদি চ্যানেলে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ ও গুঁড়িয়ে দেয়া হয়।

আজ মঙ্গলবার সকাল ১০টায় ব্যাটারী ঘাট এলাকা থেকে শুরু হয় অভিযান। এ সময় দেড় কিলোমিটারজুড়ে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। চ্যানেল আইয়ের গোডাউন ও আগরবাতি কারখানাও উচ্ছেদ করা হয়।

এর আগে, নদীর দুই তীরে আরও দুইধাপে ছয় দিন উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। নদীর তীরে দখলকারীরা যত প্রভাবশালীই হোক, তাদের উচ্ছেদ করা হবে বলে জানান ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।