DBC News
সচল ঢাকার প্রতিশ্রুতি আতিকুলের ইশতেহারে

সচল ঢাকার প্রতিশ্রুতি আতিকুলের ইশতেহারে

সচল ও আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন, উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।  মঙ্গলবার সকালে, রাজধানীর গুলশানের একটি হোটেলে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন তিনি।

ইশতেহারে, ডিজিটাল প্রযুক্তিতে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ, অ্যাপের মাধ্যমে নাগরিক সমস্যা সরাসরি পাঠানো ও সমাধান, নগর পরিবহণ ব্যবস্থার জন্য একটি ডিজিটাল-সমন্বিত ই-টিকেটিং সেবা চালু করার কথা বলা হয়েছে। নাগরিক সমস্যা সমাধানে ডিজিটাল আরও নানা পদক্ষেপ থাকবে। 

'সবাই মিলে সবার ঢাকা’-শ্লোগানকে সামনে রেখে নাগরিক ও প্রশাসন একতাবদ্ধ হয়ে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তোলার আহ্বান জানান, মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম।

তিনি বলেন, নগরবাসীকে নিয়ে সব নাগরিক সমস্যার সমাধান করা হবে। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে আধুনিক, গতিময় এবং প্রগতিশীল ঢাকা গড়ে তোলা সম্ভব বলেও জানান তিনি।

আরও পড়ুন

ড্রিমলাইনার বোয়িং-৭৮৭ ‘গাঙচিল’ যোগ হলো বিমানে

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যোগ হলো তৃতীয় ড্রিমলাইনার বোয়িং-৭৮৭ ‘গাঙচিল’। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রিমলাইনার বোয়িং সেভেন...

রোহিঙ্গা প্রত্যাবাসন চেষ্টা অব্যাহত রাখতে জাতিসংঘের আহ্বান

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বেচ্ছায় মিয়ানমারের ফিরে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার, জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থ...

শেখ হাসিনার ট্রেনে হামলা মামলায়: সাজাপ্রাপ্ত আসামি টেনুর মৃত্যু

১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাকি...

'বিএনপি-জামায়াতের মদদেই গ্রেনেড হামলা'

বিএনপি-জামায়াতের মদদেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজনৈতিক সভায় যুদ্ধের অস্ত্র গ্রেনেড হামলা নজিরবিহীন।&n...