DBC News
বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব ১৭ই মার্চ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব ১৭ই মার্চ

১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। এ উপলক্ষ্যে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব।

বুধবার দুপুরে, নগর ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। উৎসবে ভারত ও নেপালসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। 

মেয়র বলেন, ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে জাতীয় ও আন্তর্জাতিকমানের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মৌলবাদ ও মননশীলতা নষ্ট করার অপচেষ্টাকারীদের সমূলে উৎপাটন করা হবে বলে জানান সিটি মেয়র।