DBC News
সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কাপে ওম্যান্স চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভুটানকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। নেপালের বিরাটনগরে শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে সাবিনা বাহিনী।

জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে-এমন সমীকরণের ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য সমতায়। বেশ কয়েকটি আক্রমন গড়েও দ্বীর্ঘশ্বাসে কাটে ওদের। বল জালে জড়ায় তবে অফসাইডে কাটা পড়ে গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ, মিশরাত জাহান মৌসুমীর গোলে। ভুটানের সমতা গড়ার চেষ্টা কোন কাজে আসেনি। উল্টো সাবিনা লিড দ্বিগুন করেন ম্যাচের ৮৫ মিনিটে। শেষ পর্যন্ত ২-০ গোলে ভুটানকে হারায় বাংলাদেশ। এক ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত হয় লাল-সবুজের মেয়েদের।

ভুটান ম্যাচের পর শেষ গ্রুপ লড়াইয়ে শনিবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে, নারীদের সিনিয়র পর্যায়ে লাল-সবুজের দেশটির বিপক্ষে খেলেছে গত বছর। মিয়ানমারে নারীদের অলিম্পিক বাছাইয়ের ওই ম্যাচ ড্র হয়।

সাফ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি। প্রথম আসর ২০১০ সালে কক্সবাজারে অনুষ্ঠিত হয়, সেবার বাংলাদেশ বিদায় নেয় সেমিফাইনাল থেকে। এরপর ২০১২ সালের শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় লাল-সবুজরা।

২০১৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত তৃতীয় আসরে আবারও সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ। ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত চতুর্থ ও সর্বশেষ আসরে ভারতের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের।

আরও পড়ুন

'কৃষকদের দুরবস্থার জন্য সরকারের ভুল নীতি দায়ী'      

কৃষকদের দুরবস্থার জন্য সরকারের ভুল নীতি দায়ী। অথচ সরকার কৃষকের আন্দোলনের সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

আজ ৩রা জুনের ট্রেন টিকিট বিক্রি

চতুর্থ দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি হচ্ছে আজ। দেয়া হচ্ছে তেসরা জুনের টিকিট। তেসরা জুনের টিকিটের চাহিদা বেশি থাকায় আজই সবচেয়ে বেশি ভিড় কমলাপুর রেলস্টেশনে।...

বান্ধবীর করা মামলায় গ্রেপ্তার ম্যারাডোনা

মাঠে হোক আর মাঠের বাইরে হোক বিতর্ক আর সমালোচনা যেন ম্যারাডোনার নিত্যসঙ্গী। এবার আরেক দফা আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার ম্য...

বিশ্বকাপ প্রাক বাছাইয়ের জন্য বাংলাদেশ দল ঘোষণা

লাওসের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য ২৩ সদস্যে দল ঘোষণা করেছে বাফুফে। দলে নতুন মুখ রাফি ও আরিফুল। কন্ডিশনিং ক্যাম্প করতে দলটি থাইল্যান্ড যাচ্ছে কাল। কোচ জ...