DBC News
সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কাপে ওম্যান্স চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভুটানকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। নেপালের বিরাটনগরে শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে সাবিনা বাহিনী।

জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে-এমন সমীকরণের ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য সমতায়। বেশ কয়েকটি আক্রমন গড়েও দ্বীর্ঘশ্বাসে কাটে ওদের। বল জালে জড়ায় তবে অফসাইডে কাটা পড়ে গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ, মিশরাত জাহান মৌসুমীর গোলে। ভুটানের সমতা গড়ার চেষ্টা কোন কাজে আসেনি। উল্টো সাবিনা লিড দ্বিগুন করেন ম্যাচের ৮৫ মিনিটে। শেষ পর্যন্ত ২-০ গোলে ভুটানকে হারায় বাংলাদেশ। এক ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত হয় লাল-সবুজের মেয়েদের।

ভুটান ম্যাচের পর শেষ গ্রুপ লড়াইয়ে শনিবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে, নারীদের সিনিয়র পর্যায়ে লাল-সবুজের দেশটির বিপক্ষে খেলেছে গত বছর। মিয়ানমারে নারীদের অলিম্পিক বাছাইয়ের ওই ম্যাচ ড্র হয়।

সাফ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি। প্রথম আসর ২০১০ সালে কক্সবাজারে অনুষ্ঠিত হয়, সেবার বাংলাদেশ বিদায় নেয় সেমিফাইনাল থেকে। এরপর ২০১২ সালের শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় লাল-সবুজরা।

২০১৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত তৃতীয় আসরে আবারও সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ। ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত চতুর্থ ও সর্বশেষ আসরে ভারতের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের।

আরও পড়ুন

স্বাধীন দেশ নিয়ে কণ্ঠযোদ্ধাদের ভাবনা

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৪৮ বছরে এসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা কী ভাবছেন দেশ নিয়ে? বুক ভরা আশা আর সাহস নিয়ে যারা ঝাঁপিয়ে পড়েছিল...

আজ মহান স্বাধীনতা দিবস

মহান স্বাধীনতা দিবস আজ। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে স্বাধীনতার ৪৮ তম বার্ষিকী উদযাপন করছে জাতি। পাক হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে ২৬শে মার...

ইউরো বাছাই: শেষ মুহুর্তের নাটকীয়তায় জার্মানির জয়

অবশেষে ব্যর্থতার গণ্ডি পেরোলো জার্মানি। ইউরো বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ মুহুর্তের নাটকীয়তায় ৩-২ গোলে জয় পেয়েছে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আমস্টারড...

মেসির ফেরার ম্যাচে হারলো আর্জেন্টিনা

লিওনেল মেসির ফেরার ম্যাচে হেরে গেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের হার দেখেছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাদ্রিদের ওয়ান্...