DBC News
'এই অভিজ্ঞতা থেকে বের হতে সময় লাগবে'

'এই অভিজ্ঞতা থেকে বের হতে সময় লাগবে'

একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। মানসিকভাকে এই অভিজ্ঞতা থেকে বের হতে কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছেন দলের খেলোয়ার তামিম ইকবাল। আজ দেশে ফেরার সময় তিনি সাংবাদিকদের জানান, এ সময় পরিবারের কাছে ফিরে আসাটা সবার জন্যই ভালো হয়েছে।

তামিম বলেন, 'আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে সময় পার করেছি সেখান থেকে বের হতে কিছু দিন সময় লাগবে। তবে পরিবারের কাছে যাচ্ছি, এটা ভালো হয়েছে। কারণ সবার পরিবারই চিন্তিত। আশা করছি ফিরে গিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে এই অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে পারবো।'

নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর ১২টায় ক্রাইস্টচার্চ থেকে একটি ফ্লাইটে রওনা হয়েছেন টাইগাররা। আজ রাত ১১টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাদের।

শুক্রবার সন্ত্রাসী হামলার ঘটনায় সিরিজের শেষ টেস্ট বাতিল করা হয়। আজ ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের শেষ টেস্ট শুরু হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ব্রেন্টনের এলোপাতারি গুলিতে এখন পর্যন্ত তিন বাংলাদেশিসহ ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার জুমার নামাজের সময় দু'টি মসজিদে হামলার ঘটনায় একটিতে বাংলাদেশের ক্রিকেট দল উপস্থিত ছিল। তবে কিছু সময় বাসে অবরুদ্ধ থাকার পর ক্রিকেটাররা নিরাপদে হোটেলে ফিরে আসতে সক্ষম হন।

আরও পড়ুন

উপকূলে ৩নং সতর্কতা

বজ্রমেঘের কারণে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন (০৩) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।শনিবার আবহাওয়া বর্তায় সামুদ্র বন্দর গুলোর...

'কৃষকদের দুরবস্থার জন্য সরকারের ভুল নীতি দায়ী'      

কৃষকদের দুরবস্থার জন্য সরকারের ভুল নীতি দায়ী। অথচ সরকার কৃষকের আন্দোলনের সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

এবার আফগানিস্তানের কাছে হারলো পাকিস্তান

আইসিসি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হোঁচট খেয়েছে পাকিস্তান। আফগানিস্তানের কাছে হেরেছে ৩ উইকেটে। ব্রিস্টলে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ২৬৩ রানের টার্গেট...

এবার আইসিসির অফিসিয়াল ফটোসেশনে আম্পায়াররা

বিশ্বকাপ নিয়ে হৈ চৈ শুরু হয়ে গেছে আরো আগে। সবার নজর এখন খেলোয়াড়দের দিকেই। ওদের নিয়ে ক্রিকেটের ভেতরে আর বাইরে থাকছে নানা জমকালো সব আয়োজন। কিন্তু মাঠের লড়াইয়...