DBC News
সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের কাছে বাংলাদেশের হার

সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের কাছে বাংলাদেশের হার

সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হলোনা বাংলাদেশের। নেপালের কাছে ৩-০ গোলে হেরেছে সাবিনা, মৌসুমীরা। রানার্স আপ হওয়ায় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

ম্যাচের আগেই খোলসে আবৃত বাংলাদেশের একদাশ, পাচ ডিফেন্ডারে গোল বাচানো ফরমেশন, শুরুটাই জুড়ে দিলো প্রশ্নবোধক, দিনটা বাংলার মেয়েদের হবে তো? ৬ মিনিট না গড়াতেই ডিফেন্ডার মাসুরার আত্মঘাতী গোল।

মোহামেডানের সাবেক খেলোয়াড় হরিকাটকা এখন নেপালের কোচ, তার ৪-৪-২ এর ফরমেশন, যেন ছেলে খেলায় মাতলো বাংলাদেশের মেয়েদের নিয়ে, ২৩ মিনিটে সাবিত্রি ভান্ডারী আর ২৮ মিমিটে  মানজিলির গোলে ৩-০ তে পিছিয়ে দিলো বাংলাদেশকে।

বিরতি থেকে ফিরে কিছুটা গোছালো বাংলাদেশ, তবেই সেই সন্তনাও মুছে যেতে বসেছিলো ২ বার  মাসুরার গোল সেইভ করার দৃশ্য দেখে।

দিনটা ছিলোনা হয়তো সাবিনা খাতুনের দলপর, তাই শেষ মিনিটে স্বপ্নার কিক ফিরে এলো নেপালের পোস্টে লেগে সান্তনার একটা গোলও পাওয়া হলোনা ৯০ মিনিট শেষে।