DBC News
আদিবাসী তরুণীকে জড়িয়ে ধরা চেয়ারম্যান বিএনপি নেতা!

আদিবাসী তরুণীকে জড়িয়ে ধরা চেয়ারম্যান বিএনপি নেতা!

বান্দরবনের আলীকদম উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালাম এক আদিবাসী তরুণীকে অশালীনভাবে জড়িয়ে ধরে ছবি তোলার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে সেই ছবি এখন সবার দেয়ালে দেয়ালে শেয়ার করা হচ্ছে। একই সঙ্গে ওই চেয়ারম্যানের সমালোচনা ও শাস্তির দাবিও করা হচ্ছে। 

এই ঘটনায় আদিবাসীদের জনগোষ্ঠীর মধ্যেও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। 

ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, পাহাড়ি তরুণীটিকে জোর করে চেয়ারম্যান ধরে রেখেছেন। 

গত ১৮ই মার্চ বান্দরবানের সাত উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তৃতীয়বারের মতো স্বতন্ত্র (বিএনপি নেতা) প্রার্থী হিসেবে জয়ী হন আবুল কালাম। জয়ী হওয়ার পর, বিভিন্ন এলাকা ও সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা জানাতে গেলে ওই তরুণীকে জড়িয়ে ধরেন, উপজেলা চেয়ারম্যান।

তবে ছবিগুলোকে নেতিবাচক কিছু নয় উল্লেখ করে এমন ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বলেন, ‘আমি তিন বার টানা উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। জনগণ আমাকে অনেক ভালবাসে। আমিও জনগণকে ভালোবাসি। বিশেষ করে এখানকার উপজাতীদের সঙ্গে আমার আলাদা সম্পর্ক রয়েছে।’

এর আগে, ২০১৪ সালে আওয়ামী লীগের এক নেতার বাসায় ককটেল নিক্ষেপের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন উপজেলা চেয়ারম্যন এবং উপজেলা বিএনপি’র সভাপতি আবুল কালাম।