DBC News
নিখিল সেন ও বৃষ্টি-দোলার জন্য পংক্তিমালা

নিখিল সেন ও বৃষ্টি-দোলার জন্য পংক্তিমালা

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হল নিখিল সেন স্মরণ এবং বৃষ্টি ও দোলার জন্য পংক্তিমালা। আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজনে ছিলো সংস্কৃতিকর্মিদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ।

ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা সংস্কৃতিজন নিখিল সেন ও চকবাজারের আগুনে নিহত আবৃত্তি শিল্পী বৃষ্টি ও দোলার স্মরণের এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আবৃত্তি শিল্পীরা।

তাদের কবিতা ও কথনে মুর্ত হয়ে ওঠে স্বজন হারানোর বিষাদ গাঁথা। এ সময় ক্রমান্বয়ে বাড়তে থাকা অগ্নিকাণ্ডের ঘটনা ও এর প্রতিরোধ ব্যাবস্থার দুর্বলতা সহ নানা বিষয়ে কথা বলেন বক্তারা।

এ সময় বৃষ্টি ও দোলার স্মৃতি স্মরণে আবৃত্তি পদক প্রবর্তনের ঘোষণা দেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। কাব্য পংক্তি উচ্চারণের মধ্য দিয়েই শিল্পীরা শ্রদ্ধা জানায় নিহত বৃষ্টি, দোলা ও বরেণ্য সংস্কৃতিজন নিখিল সেনের স্মৃতির প্রতি।