DBC News
চিরবিদায় টেলি সামাদ

চিরবিদায় টেলি সামাদ

জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। রবিবার বাদ আছর মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ নয়াগাঁও এলাকায় পারিবারিক কবরস্থানে এই গুণী অভিনেতাকে দাফন করা হয়।

এর আগে, এফডিসিতে জনপ্রিয় অভিনেতা টেলি সামাদকে শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। বেলা সাড়ে ১২টায় এফডিসিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর পর মুন্সীগঞ্জে জানাজা শেষে নয়াগাও গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। আবদুস সামাদ ‘টেলি সামাদ’ হিসেবেই চলচ্চিত্রে অভিনয় করতেন। টেলিভিশন থেকে চলচ্চিত্রে পা রাখায় তার এই নাম হয়ে যায়, যা তিনি নিজেও আর বদলাননি।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ্য ছিলেন টেলি সামাদ। শুক্রবার অবস্থা গুরুতর হলে তাঁকে নেয়া হয় স্কয়ার হাসপাতালে। শনিবার দুপুর দেড়টায় এই অভিনেতার মৃত্যু হয়। টেলি সামাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢালিউডের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের জন্ম ১৯৪৫ সালের ৮ই জানুয়ারি, মুন্সীগঞ্জের নয়াগাঁও গ্রামে। ১৯৭৩ সালে 'কার বৌ' সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্গণে পা রাখেন তিনি।

আরও পড়ুন

ঈদে রাজধানীর ৬ স্থান থেকে বিক্রি হবে ট্রেনের অগ্রিম টিকিট

ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে রেলের টিকিট রাজধানীর কমলাপুর স্টেশন ছাড়াও মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টার, ফুলবাড়িয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, বিমানবন্দর স্টেশন...

সিডিএ’র নতুন চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ’র চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন  জহিরুল আলম দোভাষ। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক আদেশে...

প্রচারণায় অংশ নিয়ে ঠিক করেননি ফেরদৌস:পররাষ্ট্রমন্ত্রী

ভারতের লোকসভা নির্বাচনে ভোটের ক্যাম্পেইনে অংশ নিয়ে বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস ঠিক করেননি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বৃহস্পতিবার প...

ফের বিয়ের পিঁড়িতে বসছেন শ্রাবন্তী

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ফের বিয়ের পিঁড়িতে বসছেন। টালিপাড়ায় গুঞ্জন উঠেছে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন শ্রাবন্তী। গুঞ্জন উঠেছে, গেল...