DBC News
উয়েফার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সার জয়, য়্যুভেন্তাসের ড্র

উয়েফার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সার জয়, য়্যুভেন্তাসের ড্র

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠে কাতালানদের জয় ১-০ গোলের। রাতের অন্য ম্যাচের ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে য়্যুভেন্তাস।

ঘরের মাঠে শুরুতে রক্ষণাত্মক ফুটবল খেললেও বেশিক্ষণ নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি ইউনাইটেড। ম্যাচের ১২ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা। সুয়ারেজের হেড, ম্যান ইউ ডিফেন্ডার লুক শ এর গায়ে লেগে গোল হয়। যদিও শুরুতে অফ সাইডের সংকেত থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়। বাকী সময়টা দুই দল একাধিক চেষ্টা করেও গোলের দেখা না পাওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এদিকে, ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে শুরুতে লিড নিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে য়্যুভেন্তাসকে। ম্যাচের ৪৫ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে লিড নেয় য়্যুভেন্তাস। কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে সমতায় ফেরে আয়াক্স। গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দাভিদ নেরেস। আর এতে ১-১ সমতায় শেষ হয় খেলা।