DBC News
ঈদে রাজধানীর ৬ স্থান থেকে বিক্রি হবে ট্রেনের অগ্রিম টিকিট

ঈদে রাজধানীর ৬ স্থান থেকে বিক্রি হবে ট্রেনের অগ্রিম টিকিট

ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে ট্রেনের টিকিট রাজধানীর কমলাপুর স্টেশন ছাড়াও মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টার, ফুলবাড়িয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, বিমানবন্দর স্টেশন, গাজীপুরের জয়দেবপুর থেকে বিক্রি করা হবে। বৃহস্পতিবার কমলাপুর স্টেশনে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এছাড়া, ২৮শে এপ্রিল থেকে রেলওয়ের অ্যাপসেই ৫০ শতাংশ টিকিট মিলবে বলেও জানান রেলমস্ত্রী।

রেলমন্ত্রী আরও বলেন, '৫০ শতাংশ টিকেট আপনারা অনলাইন থেকে কিনতে পারবেন। আগামী ঈদের টিকিট ছয়টি স্থান থেকে সংগ্রহ করতে পারবেন। রাত জেগে ভিড় ঠেলে টিকিট সংগ্রহের যে কষ্ট, সেটা আমরা যাত্রী সাধারণের জন্য কিছুটা সহজ করতে চাই।'

রেলের টিকিট ব্যবস্থাপনার বিষয়ে যাত্রীদের অভিযোগ দূর করতে নেয়া পদক্ষেপ বিষয়ে নুরুল ইসলাম সুজন আরও বলেন, 'এতদিন শুধু কমলাপুর স্টেশন থেকেই ঈদের আগাম টিকিট বিক্রি করা হত। রেলের টিকেটিং ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের যে অভিযোগ ছিল। টিকিট কালোবাজারিসহ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকেট সংগ্রহ করার যে অভিযোগ ছিল। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যাত্রীদের সে দুর্ভোগ লাঘোব করতে হবে।'