DBC News
এভাবে সাজতে চান? লাগবে ১ কোটি টাকা

এভাবে সাজতে চান? লাগবে ১ কোটি টাকা

এবারও মেট গালায় প্রিয়াঙ্কা চোপড়ার সাজ-পোশাকের দিকে সকলে একটু চোখ বড়বড় করে তাকিয়েছে। আর প্রিয়াঙ্কা চোপড়ার মত সাজতে সব মিলিয়ে আনুমানিক ১ কোটি টাকার মত খরচ করলেই চলবে।

নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে অনুষ্ঠিত মেট গালা ২০১৯ এর রেড কার্পেটে নাটকীয় সাজে স্বামী নিক জোনাসের সঙ্গে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। আভন্ত-গ্রাদ্রে ডিওর ডিজাইন করা সফট প্যাস্টেল থাই-হাই স্লিট গাউন আর পালকের চাদরে একেবারে অন্যরকম লাগছিলো প্রিয়াঙ্কা চোপড়াকে। শুধু পোশাক নয়, চমক ছিল তাঁর হেয়ারস্টাইল, ক্রাউন আর মেকআপেও।

গোলাপি ঠোঁট আর আইশ্যাডোর মাঝে উঁকি মেরেছে সাদা ভ্রু আর চোখের পাতা। পূর্ব আর পশ্চিম কে এক বিন্দুতে আনতে কপালের মাঝখানে মুক্তার মত জ্বলজ্বল করছিলো ছোট্ট সাদা টিপ।

প্রিয়াঙ্কা ডিওরের যে গাউনটি পরেছিলেন, ভোগের দেওয়া তথ্য অনুযায়ি তার দাম আনুমানিক ৭০ লক্ষ টাকা। আর এই পোশাক তৈরিতে সময় লেগেছে প্রায় ১৫শ’ ঘণ্টা! আর তার শরীরের বিভিন্ন অংশে ছিলো ১০০ ক্যারেট হীরা। তার কানে যে গোলাপী দুলটা ছিল সেটার দাম ৭ লাখ টাকা!

প্রিয়াঙ্কা গলায় যে তিন লহরের নেকলেস পরেছেন, সেটি 'হ্যাপি ডায়মন্ড কালেকশন' থেকে কেনা। আর হাতের ব্রেসলেসটিতে ১৬.৪৫ ক্যারেট ডায়মন্ড আর ১৮ ক্যারেট সাদা সোনা দিয়ে তৈরী।

এবারও এই শোতে বলিউড থেকে অংশ নিয়েছেন দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার সাজই বিশেষ করে ভাইরাল হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়াকে এই লুক দিয়েছেন তার স্টাইলিশ মিমি কাটরেল, আর এই মেকআপ করেছেন খ্যাতনামা মেকআপ আর্টিস্ট পাতি ডুবরফ। 

 

আরও পড়ুন

জটিল রোগ নিয়ে বেঁচে আছেন অমিতাভ!

বলিউডের শাহেনশাহ তিনি। হাজারো নতুন তারকা-অভিনেতার ভিড়ে, এক ও অদ্বিতীয়। তাঁর কোটি কোটি ভক্ত ও অনুরাগী ছড়িয়ে রয়েছেন বিশ্ব জুড়ে। তিনি বলিউড সুপারস্টার অভিতাভ বচ...

বাংলা‌দে‌শের চল‌চ্চি‌ত্রে সা‌নি লিওনি

প্রথমবা‌রের ম‌তো ঢালিউ‌ডের এক‌টি চল‌চ্চি‌ত্রের আইটেম গা‌নে পারফর্ম কর‌বেন ব‌লিউড তারকা সা‌নি লিওনি। এক ভি&zwn...

পেপসিতে চারুলতা

ক্রিকেট বিশ্বকাপের দর্শক সারিতে বসে রাতারাতি সবার নজরে আসেন ভারতীয় ক্রিকেট সমর্থক চারুলতা প্যাটেল। এবার এই নারীকে দেখা যাবে পেপসির বিজ্ঞাপনে। পেপসির ডিজিটাল প্ল...

যাত্রীর রেটিং কম হলে মিলবে না উবার

উবারে গাড়ি পেতে হলে যাত্রীদের রেটিং ভালো হতে হবে, এমনটা ঘোষণা দিয়েছে উবার বাংলাদেশ কর্তৃপক্ষ। রেটিং কম থাকলে এখন থেকে কোন যাত্রী গাড়ি পাবেন না। রাইডশেয়ারিং সেবা...