DBC News
এসএসসি পরীক্ষায় সাফল্যের আলো ছড়িয়েছেন পাঁচ দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষায় সাফল্যের আলো ছড়িয়েছেন পাঁচ দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থী

কোনও প্রতিকুলতাই আঁটকে রাখতে পারেনি তাদের। চোখের আলো না থাকলেও এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের আলো ছড়িয়েছেন পাবনার পাঁচ দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থী। এইচএসসি পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন আরও ১২ দৃষ্টি প্রতিবন্ধী।

শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি যোগ হয়েছে নানা ধরনের আর্থ-সামাজিক প্রতিকুলতা। তারপরেও থেমে থাকেনি এসব সংগ্রামী দৃষ্টি প্রতিবন্ধীর শিক্ষা জীবন। সব বাধা ও প্রতিকুলতাকে জয় করে সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখছেন এসব দৃষ্টি প্রতিবন্ধীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মানব কল্যান ট্রাষ্টে আশ্রয় নেয়া প্রতিবন্ধিরা পড়ালেখা করছেন বেইল পদ্ধতিতে।

তাদের মধ্যে থেকে এবার এসএসসি'তে ৫ জন ও এইচএসসি'তে অংশ নিয়েছে ১২ জন দৃষ্টি প্রতিবন্ধি। এসএসসি'তে তাদের ফলাফল মোঃ শাহাদত হোসেন ৪.৭২, মোঃ রুহুল আমিন ৪.৪৪, গোলক মন্ডল ৪.৬৭, তোফায়েল হোসেন ৪.১১, সাইদুল ইসলাম ৩.৮৯।

ফলাফলে খুশী দৃষ্টি প্রতিবন্ধী এসএসসি পরীক্ষার্থীরা। ভাল ফলাফলের আশা এইচএসসি পরীক্ষার্থীদের। পিছিয়ে না থেকে তারাও চায় উচ্চশিক্ষায় শিক্ষিত হতে। এই দৃষ্টি প্রতিবন্ধীরাও চায় অন্য আর দশজন স্বাভাবিক মানুষের মত দেশ গঠনে অবদান রাখতে।

অতীতেও মানব কল্যান ট্রাষ্টে থেকে পরীক্ষার্থীরা ভাল ফলাফল করেছে। এবার এসএসসি'তে অংশ নেয়া ছাত্রদের ফলাফল সন্তোষজনক। একই ভাবে এইচএসসি'তে অংশ নেয়া পরীক্ষার্থীরাও ভাল ফলাফল করে সফল ভাবে কর্মজীবন শুরু করবে বলে আশা প্রকাশ করেন মানব কল্যান ট্রাষ্টের পরিচালক।

বোঝা নয় সঠিক পৃষ্টপোষকতা পেলে এই প্রতিবন্ধীরাই হতে পারে দেশের সম্পদ এমনটিই মনে করেন সকলে।

আরও পড়ুন

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ; ধর্ষক আটক

ভোলার লালমোহন ১ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ভিকটিম ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলার লালমোহন...

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন; স্বামী আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শশুড়বাড়ীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার সকালে পৌর সদরের দত্তপাড়া গ্রামে। নিহতের নাম লাকি আক্তার (২২)। সে দত্তপা...

বগুড়ায় বেপরোয়া হয়ে উঠছে কিশোররা

বগুড়ায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে কিশোররা। বাড়ছে অপরাধ, নেশা ও আত্মহত্যার মতো ঘটনাও। ছিনতাই, সংঘর্ষ, ইভটিজিংসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে কিশোরদের বড় একটি অংশ। ছোটখা...

'দুর্নীতির বিরুদ্ধে  আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের সাথে ২য় দফায় আলোচনায় বসবে জাবি প্রশাসন'

দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে ৩ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের সাথে ২য় দফায় আলোচনায় বসবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার,...