DBC News
স্বস্তির বৃষ্টিতে ভিজছে ঢাকা

স্বস্তির বৃষ্টিতে ভিজছে ঢাকা

অবশেষে রাজধানী ঢাকায় নামলো স্বস্তির বৃষ্টি। তীব্র গরমে নাভিশ্বাস অবস্থায় রাজধানীবাসি এটাই চাইছিলো। আর আবহাওয়া অফিস থেকেও বার বার পূর্বাভাস দেয়া হচ্ছিলো বৃষ্টির। অবশেষে নামলো প্রতিক্ষার বৃষ্টি। 

আজ সোমবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদরাও এমন তথ্য জানান গণমাধ্যমগুলোকে। আবহাওয়াবিদ আফতাবউদ্দিন জানান, ১৩ মে বিকেল থেকে পরবর্তী সাত-আট ঘণ্টার মধ্য যেকোনো সময় রাজধানীতে বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়, দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।