DBC News
সুন্দরী পোলিং অফিসার, ভোট পড়েছে বেশি!

সুন্দরী পোলিং অফিসার, ভোট পড়েছে বেশি!

চোখে সানগ্লাস গায়ে হলুদ শাড়ি, হাতে ইভিএম! ভারতে লোকসভা নির্বাচনের সময় এমন এক নারীর ছবি ভাইরাল হয়। পরে জানা যায় তিনি লাখনউ আসনের নির্বাচনী কর্মকর্তা রিনা দ্বিবেদী। 

ভারতে নির্বাচনের পঞ্চম দফার ভোটে দায়িত্ব পান তিনি। সোশ্যাল মিডিয়ায়  দাবি ওঠে, তিনি যে কেন্দ্রে ভোটের দায়িত্বে ছিলেন সেখানে ভোট পড়েছে ১০০ শতাংশ। তবে রিনা নিজে সাংবাদিকদের জানিয়েছেন, ঠিক তার কারণেই এতো ভোট পড়েছে কী না-তা তিনি জানেন না।

তবে তিনি জানান ভোটারদের উপস্থিতি ভালো ছিল। জানা গেছে, ওই কেন্দ্রে ভোট পড়েছে ৭০ শতাংশ। ইতোমধ্যে তাকে অনেকেই সিনেমায় অভিনয়ের জন্য পরামর্শ দিচ্ছেন -সে তথ্যও জানিয়েছেন তিনি।