DBC News
ভূমধ্যসাগরে নৌকা ডুবি: পাচার চক্রে জড়িত নোয়াখালীর ৩ ভাই

ভূমধ্যসাগরে নৌকা ডুবি: পাচার চক্রে জড়িত নোয়াখালীর ৩ ভাই

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির শিকার হওয়া বাংলাদেশিরা মানব পাচার চক্রের শিকার হয়েছিলেন। এই মানব পাচার চক্রের পাঁচজনের বিষয়ে তথ্য পেয়েছে সরকার।

এ বিষয়ে আজ বুধবার, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার  কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া বাংলাদেশিদের সঙ্গে কথা বলে তিউনিশিয়ায়া অবস্থানরত বাংলাদেশি কর্মকর্তারা এসব তথ্য পেয়েছেন।

তিনি জানান, এই মানব পাচার  চক্রের মূল হোতা নোয়াখালীর তিন ভাই। এছাড়া মাদারীপুরের আরও দুই জন আছে। তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।‘ তবে, সন্দেহভাজন এসব মানব পাচারকারীদের নাম পরিচয় প্রকাশ করেননি পররাষ্ট্রমন্ত্রী।

তিউনিশিয়া উপকূলে ডুবে যাওয়া নৌকায় ১৫০ জনের মধ্যে ১৩০ জনই বাংলাদেশি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। সংবাদ সম্মেলনে, ৩৯ জন বাংলাদেশির একটি তালিকা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। যাদের কোনো খোঁজ এখনও মেলেনি।

এর আগে, তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় নিহতদের মধ্যে ২৭ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি। এর মধ্যে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় দু’টি নৌকায় করে রওনা হন দেড় শতাধিক যাত্রী। এদের মধ্যে বাংলাদেশিদের পাশাপাশি মিশরের নাগরিকও ছিলেন।

আরও পড়ুন

'পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি চলবে'

সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ছাত্রলীগের পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি চলবে। রাজু ভাস্কর্যের সামনে আজ সোমবার এ ঘোষণা দেন সাবেক উপ-দপ্তর সম্পাদক নকিবুল ইসলাম সুমন...

নুসরাত হত্যা মামলা: সাবেক সেই ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল আইনে গ্রেপ্তারি পরোয়ানা জা...

নুসরাত হত্যা মামলা: সাবেক সেই ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল আইনে গ্রেপ্তারি পরোয়ানা জা...

রাজধানীর মালিবাগে হামলার দায় স্বীকার করেছে আইএস

রাজধানীর মালিবাগে পুলিশে গাড়িতে ককটেল বিস্ফোরণের দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আই এস। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী সং...