DBC News
এ বছর ফিতরা সর্বনিম্ন ৭০ এবং সর্বোচ্চ ১৯৮০ টাকা

এ বছর ফিতরা সর্বনিম্ন ৭০ এবং সর্বোচ্চ ১৯৮০ টাকা

এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ এবং সর্বোচ্চ ১৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের জানান, এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা ও সর্বোচ্চ ১৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর ফিতরার হার সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা ছিল। তার আগের বছর সর্বনিম্ন ৬৫ টাকা এবং সর্বোচ্চ এক হাজার ৯৮০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছিল।

এক কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেজুর, কিসমিস, পনির বা যবের মধ্যে সামর্থ্য অনুযায়ী যে কোনও একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর ফিতরার জন্য নির্ধারিত ওজনের আটার দাম ৭০ টাকা, যবের দাম ৫০০ টাকা, কিসমিস ১৩২০ টাকা, খেজুর ১৬৫০ টাকা এবং পনিরের ১৯৮০ টাকা ধরে এই ফিতরা হিসাব করা হয়েছে।

এছাড়া, দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে এতে জানানো হয়েছে।

আরও পড়ুন

'পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি চলবে'

সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ছাত্রলীগের পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি চলবে। রাজু ভাস্কর্যের সামনে আজ সোমবার এ ঘোষণা দেন সাবেক উপ-দপ্তর সম্পাদক নকিবুল ইসলাম সুমন...

নুসরাত হত্যা মামলা: সাবেক ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল আইনে গ্রেপ্তারি পরোয়ানা জারি কর...

কোরআনের অনুবাদ করতে গিয়ে মুসলিম হলেন মার্কিন যাজক

পবিত্র কোরআন শরীফের অনুবাদ করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক মার্কিন যাজক। মার্কিন ওই যাজকের নাম স্যামুয়েল আর্ল শ্রপশায়ার। গেল মঙ্গলবার সৌদি গণমাধ্যম সাবাককে...

ঈদুল ফিতর ৫ই জুন!

৪ঠা জুন মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটি (বিএএস)। সে অনুযায়ী, ঈদুল ফিতর হতে পারে আগাম...