DBC News
ওবায়দুল কাদেরের সাথে নেতাকর্মীদের সাক্ষাৎ

ওবায়দুল কাদেরের সাথে নেতাকর্মীদের সাক্ষাৎ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে দেখা করেছেন দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে, সংসদ ভবন এলাকায় তার বাস ভবনে দলের অনেকেই সাক্ষাৎ করতে যান।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, নুরুল ইসলাম নাহিদসহ আরো অনেকেই তার সাথে দেখা করে কুশল বিনিময় করেন। এ সময় সবাই তার দীর্ঘায়ু কামনা করেন। গতকাল বিকেলে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন ওবায়দুল কাদের।

এর আগে গত ০৩ মার্চ ভোরে ঢাকার নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।  এরপর ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠীর পরামর্শে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২০ মার্চ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। পরে সুস্থ হওয়ার পর গত ০৫ এপ্রিল মাউন্ট এলিজাবেথ থেকে ছাড়পত্র পান ওবায়দুল কাদের।