DBC News
ঐশ্বরিয়ার মেম মুছলেন বিবেক ওবেরয়

ঐশ্বরিয়ার মেম মুছলেন বিবেক ওবেরয়

ভারতে নির্বাচনের ফল ঘোষণার আগে পুরনো প্রেমিকা ঐশ্বরিয়া রাইকে নিয়ে একটি মেম টুইটারে পোস্ট করেছিলেন বিবেক ওবেরয়। পরে তিনি বলেছিলেন, মেমটি একান্তই রসিকতা করে পোস্ট করেছেন। কিন্তু তীব্র সমালোচনার মুখে ওই মেমটি মুছে ফেলতে হলো তাকে।

গত রবিবার ভারতের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের পর বুথফেরত জরিপে মোদীর জয়ের আভাস দেয়া হয়। আর তখন ঐশ্বরিয়াকে নিয়ে মেমটি শেয়ার দেন বলিউড অভিনেতা বিবেক।

যে মেমটি তিনি শেয়ার করেন তাতে ঐশ্বরিয়ার সঙ্গে সালমান, বিবেক ও অভিষেক বচ্চনের তিনটি ছবি ছিল। সালমানের সঙ্গে ছবিটিতে লেখা ছিল ‘ওপিনিয়ন পোল’, বিবেকের সঙ্গের ছবিটিতে লেখা ছিল ‘এক্সিট পোল’, আর অভিষেকের সঙ্গে ছবিতে লেখা ছিল ‘রেজাল্ট’। তিনি আরো লিখেছিলেন, এখানে কোনো রাজনীতি নেই! 

কিন্তু পোস্ট করার পরই সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনায় পড়েন বিবেক। বিবেকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অনেকেই অভিষেকের প্রতি আহ্বান জানান।

আর এরই মধ্যে ঐশ্বরিয়াকে অবমাননা করার অভিযোগ এনে ভারতের ন্যাশনাল কমিশন ফর উইমেন বিবেক ওবেরয়কে নোটিস পাঠিয়েছে। প্রথমে বিবেক বলেছিলেন, তিনি অন্যায় কিছু করেননি। আর তাই এনিয়ে ক্ষমা চাইবেন না। কিন্তু মঙ্গলবার সমালোচনার মুখে ওই টুইট মুছে দিয়ে ক্ষমা চান তিনি।
এ বিষয়ে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই প্রতিক্রিয়া জানাননি। আর এই ঘটনায় নিয়ে মুখ খোলেননি সালমান খানও। ‘পিএম নরেন্দ্র মোদী’ সিনেমায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করে আলোচনায় আছেন বিবেক ওবেরয়।

আরও পড়ুন

হংকং বিক্ষোভ তুঙ্গে, পুলিশের গুলি

হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভ তুঙ্গে। গত জুনে শুরু হওয়া বিক্ষোভে রবিবার প্রথমবারের মতো গুলি ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশের ওপর...

'ইসরাইলের পতনের সময় এসেছে'

'ইহুদিবাদী ইসরাইলের পতনের সময় ঘনিয়ে এসেছে এবং মৃত্যুর আগে সে শেষবারের মতো হাত-পা নাড়াচ্ছে' এমন মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিস...

উল্টো বই ধরে ট্রলের শিকার জাহ্নবী কাপুর

সম্প্রতি শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর একটি দিল্লিতে একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশে নেন। সেই অনুষ্ঠানে বই উদ্বোধনের সময় অসাবধানতায় বই উল্টো করে ধরেন জাহ্নবী।...

নয় বন্ধুর শিল্পকর্ম প্রদর্শনী অলিয়ঁসে

অলিয়ঁস ফ্রঁসেসের লা গ্যালারিতে চলছে নয় বন্ধুর শিল্পকর্ম প্রদর্শনী। 'কালারস' শিরোনামের এই শিল্পকর্ম প্রদর্শনীতে অংশ নিয়েছেন চারুকলা ইনস্টিটিউটের নয়জন প্রাক্তন শি...