DBC News
ভারতের শেয়ার বাজারে রেকর্ড সূচক

ভারতের শেয়ার বাজারে রেকর্ড সূচক

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে থাকার খবরে রেকর্ড পরিমাণ সূচক বেড়েছে দেশটির পুঁজিবাজারে। বৃহস্পতিবার সকালে, লেনদেন শুরুর পর ৭৫৫ পয়েন্ট বেড়ে প্রধান সূচক বিএসই সেনসেক্স পৌঁছেছে ৩৯ হাজার ৮৬৫ পয়েন্টে। এছাড়া নিফটি ২০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৪৫ পয়েন্টে।

দাম বাড়ার তালিকায় শীর্ষে রয়েছে ইনডাসলেন্ড ব্যাংক, এসবিআই, এলটি, পাওয়ার গ্রিড, কোটাক ব্যাংক, আইসিসিআই ব্যাংক এবং রিলায়েন্স।  এসব প্রতিষ্ঠানের দর বেড়েছে সাড়ে ৭ শতাংশ হারে। তবে, শুধু পুঁজিবাজারই চাঙ্গা হয়নি, বেড়েছে রুপির মানও। এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৬৯ ডলার ৪৫ সেন্ট।

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের সমাপ্তির পর গত রবিবার সন্ধ্যায় বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়। অধিকাংশ জরিপেই নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার ফের ক্ষমতায় আসছে এমন ইঙ্গিত দেয়া হয়। জরিপে বলা হয়, ম্যাজিক ফিগার ২৭২ ছাড়িয়ে ৩০০ বা তারও বেশি আসন পেতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)।

এমন খবর প্রকাশিত হওয়ার পর থেকেই চাঙ্গা হতে থাকে দেশটির শেয়ার বাজার। সবচেয়ে বেশি দাম বেড়েছে, ব্যাংক, গাড়ি, ইঞ্জিনিয়ারিং ও তেল খাতের স্টকের। বিনিয়গকারীরা আরও আশা করছেন বেজেপি সরকার গঠন করলে শেয়ার বাজারের সূচক আরও ওপরের দিকে উঠবে।

আরও পড়ুন

কর ও শুল্ক আরোপের প্রভাব নির্মাণ খাতে

বাজেটে কর ও শুল্ক আরোপের কারণে, বেড়ে গেছে রড ও সিমেন্টের উৎপাদন খরচ। বেড়ে গেছে দামও। আর তার প্রভাব পড়েছে নির্মাণ খাতে। ফলে ফ্ল্যাটের দাম মধ্যবিত্তের নাগালের বাই...

আইপিওতে কোটা বদল, সুবিধা পাবে না বাজার

আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কোটা সুবিধা বাড়ানোতে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি মোটেও বদলাবে না। বরং বিশ্লেষকদের আশঙ্কা- এতে সেকেন্ডারি মার্কেট থেকে বিনিয়োগ ত...

কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করবেন ট্রাম্প

কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের বিরোধ মেটাতে মধ্যস্থতা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রে সফররত পাকিস্তানের প...

চন্দ্রযান-২ এর সফল উৎক্ষেপণ

চাঁদে অভিযান চালাতে চন্দ্রযান-২ মহাকাশযানের সফল উৎক্ষেপণ করেছে ভারত। এরই মধ্যে পৃথিবীর কক্ষপথে পৌঁছেছে মহাকাশযানটি। সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৩ মিনিটে বাহু...