DBC News
ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে ফেদেরার ও নাদাল

ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে ফেদেরার ও নাদাল

ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। জয় পেয়েছেন র‌্যাংকিংয়ের ৭ নম্বর তারকা কেই নিশিকোরি। মেয়েদের এককে অঘটনের শিকার হয়েছেন ক্যারোলিনা প্লিসকোভা। বিদায় নিয়েছেন তৃতীয় রাউন্ড থেকেই।

তৃতীয় রাউন্ডে ক্যাসপার রুডকে হারিয়ে রেকর্ডবুকে আরেকটি কীর্তি গড়েছেন ৩৭ বছর বয়সী ফেদেরার। ফ্রেঞ্চ ওপেনে ১৯৯১ সালের পর সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে নিশ্চিত করেছেন শেষ ষোল। ইতিহাসের প্রথম ৪০০ গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলা ফেড এক্সপ্রেস পেয়েছেন এ ম্যাচ জিতেছেন ৬-৩, ৬-১, ৭-৬ গেমে। এ নিয়ে ফ্রেঞ্চ ওপেনে ১৪ বার চতুর্থ রাউন্ডে উঠলেন ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক।

এছাড়া জয় পেয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। বেলজিয়ান ডেভিড গোফিনের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় সেট জেতেন ৬-১, ৬-৩ এ। তৃতীয় সেটে হেরে যান ৬-৪ এ। চতুর্থ সেটে ৬-৩ এ জিতে ম্যাচটা জিতে নেন নাদাল। আরেক ম্যাচে পাঁচ সেটের লড়াইয়ে নাম্বার সেভেন নিশিকোরি হারিয়েছেন লাসলো দেরে'কে।

নারী এককে চতুর্থ রাউন্ডে ওঠার লড়াইয়ে র‌্যাংকিংয়ের দুই নম্বর তারকা ক্যারোলিনা প্লিসকোভা মুখোমুখি হন পেত্রা মারতিচের। পেত্রার সামনে দাঁড়াতেই পারেননি প্লিসকোভা। ম্যাচ হেরেছেন সরাসরি সেটে। এই নিয়ে নারী এককের শীর্ষ চার তারকা বিদায় নিলেন চতুর্থ রাউন্ডের আগেই। আরেক ম্যাচ এলিনা সিভতোলিনাকে হেরেছেন গ্যার্বিন মুগুরুজার কাছে। মুগুরুজা ম্যাচ জিতেছেন ৬-৩, ৬-৩ গেমে।