DBC News
নাওমি ওসাকার বিদায়

নাওমি ওসাকার বিদায়

ফ্রেঞ্চ ওপেনে নারী এককে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন নাম্বার ওয়ান নাওমি ওসাকা। সহজ জয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন সিমোনা হালেপ।

টানা তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের মিশনে তৃতীয় রাউন্ডেই থামতে হলো ওসাকাকে। র‌্যাংকিংয়ের ৪২ নম্বর ক্যাটেরিনা সিনিয়াকোভার কাছে ওসাকা হেরেছেন ৬-৪, ৬-২ গেমে। অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন জয়ী ওসাকা ৩য় রাউন্ডে হারলেও থাকছেন র‌্যাংকিংয়ের শীর্ষে। আর ফ্রেঞ্চ ওপেনে এই প্রথম চতুর্থ রাউন্ডে উঠলেন ২৩ বছর বয়সী চেক রিপাবলিকান সিনিয়াকোভা।

আরেক ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিমোনা হালেপ পেয়েছেন সহজ জয়। ৫৫ মিনিটের ম্যাচে লেসিয়া সুরেনকোকে সরাসরি ৬-২, ৬-১ সেটে হারিয়েছেন সিমোনা। চতুর্থ রাউন্ডে তিনি খেলবেন পোল্যান্ডের ইগা সয়াতেক এর বিরুদ্ধে।