DBC News
পছন্দসই চরিত্রে অভিনয় করতে চান মাহি

পছন্দসই চরিত্রে অভিনয় করতে চান মাহি

হরেদরে নয়, ভালো সিনেমায় আগ্রহী ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সে কারণেই অভিনয় অনেকটা কমিয়ে দিয়েছেন তিনি। আর সময়ের সাথে তাল মিলিয়ে ঢালিউডের সিনেমা জগতে পরিবর্তন জরুরি বলেও মনে করেন মাহি। ডিবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মাহিয়া মাহি আরও তুলে ধরেছেন নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা। 

মাহিয়া মাহি এরই মধ্যে অভিনয় দিয়ে মুগ্ধ করছেন দুই বাংলার দর্শকদের। বাজিমাত করেছেন বেশ কিছু চলচ্চিত্রে। তবে মাহির কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি এই ঈদে। ভালো ছবির জন্যে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন তিনি।

তিনি বলেন, 'বছরে যদি একটা সিনেমাও করি সেটা যেন প্রজেক্টের মত প্রজেক্ট হয়। যেটা ভালো হবে এবং দর্শকদের সামনে আমি নিজেকে আলাদাভাবে দেখাতে পারবো।’

মাহি এখন নিজেকে দেখতে চান অন্য এক অবস্থানে। জানালেন, গড়পড়তা নয়, চরিত্র বুঝে অভিনয় করতে চান। তার ভাষ্য, 'অ্যাক্টিং কাকে বলে? আমি মাহি থেকে অরু হবো, ওটাই আমার অ্যাক্টিং।'

নিজের অভিনয় নিয়েও তুষ্ট নন মাহি। তিনি বলেন, 'আমার মনে হয় আমি খুব বেশি ন্যাকামি করি, আমার নিজের সামনে নিজেকেই ভালো লাগে না।'  

একটা সময় ঈদ মানে ছিল হলে হলে নতুন ছবি, দর্শকের উপচে পড়া ভীড়। কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে। রাজধানীবাসী সিনেপ্লেক্সগুলোতে ভীড় করলেও সারা দেশের অবস্থা আর আগের মতো নেই। 

মাহিয়া মাহির মতে এটা একটা ‘ক্রাইসিস’। যা দ্রুত কাটিয়ে উঠা যাবে বলেও আশা করেন তিনি। তবে কয়েকটি সিনেমা ও নায়ক নায়িকার মধ্যে প্রতিযোগীতা থাকা জরুরি বলে মনে করেন তিনি।

চলচ্চিত্রে দর্শকবিমুখতার কারণ জানতে চাইলে তিনি বলেন, সংকট উত্তোরণে সংশ্লিষ্ট সবার ইতিবাচক মনোভাব দরকার।