DBC News
শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি।

২০০৭ সালের ১৬ জুলাই সেনা সমর্থিত ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কারাবন্দী থাকাকালীন সময়ে কারাগারের অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন শেখ হাসিনা। তখন বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোসহীন মনোভাব ও অনড় দাবির প্রেক্ষিতে অবশেষে শেখ হাসিনাকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার মুক্তি দিতে বাধ্য হয়।

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।

আরও পড়ুন

'সবার জন্য স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনা করছে সরকার'

দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত প্...

কুষ্টিয়ায় বাল্যবিয়ের আয়োজন; কিশোরীর ভাই ও বাবার কারাদণ্ড

কুষ্টিয়ায় বাল্যবিয়ের আয়োজন করায় ঐ কিশোরীর ভাই ও বাবার কারাদণ্ড হয়েছে। এ ঘটনায় দাওয়াতে আসা ৪ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বর ও বরের...

বগুড়ায় ভোটের পর সব ভোট হবে ইভিএমে: সিইসি

বগুড়া ৬ আসনে উপ-নির্বাচনের পর পরবর্তী সকল নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বুধবার বগুড়া জেলা প্রশাসকের স...

'দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ণের আহ্বান'

নিজের লোক নয়, কমিটিতে দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ণ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে, দলের মধ্যে সব রকমের কোন্দল দূর...