DBC News
লালমনিরহাট হাসপাতালের ওষুধে গরমিল

লালমনিরহাট হাসপাতালের ওষুধে গরমিল

লালমনিরহাট সদর হাসপাতালের ষ্টোরে থাকা প্রায় কোটি টাকার ওষুধে গরমিল ধরা পড়েছে। ২০১৭-১৮ অর্থবছরে মজুদ ওষধের স্টক রেজিস্টারে অসঙ্গতির কথা তুলে ধরেন লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গোলাম মোহাম্মদ।

ঘটনা তদন্তে ৩০ এপ্রিল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট আব্দুল বাসেতকে প্রধান করে তিন সদস্যের স্টক সার্ভে কমিটি গঠন করেন তত্তাবধায়ক। তদন্ত শেষে ৩৪ ধরনের ওষুধের গরমিল পাওয়ায় স্টোরকিপার সাহেদুল হককে তাৎক্ষণিকভাবে বদলির আদেশ দেয়া হয়।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও স্টক সার্ভে কমিটির সদস্য, ডা. আমিনুর রহমান জানান, 'আমরা প্রায় ৩০টির মত আইটেমে অসংঙ্গতি পেয়েছি'। স্টোরে কোন অসংঙ্গতি পেলে স্টোরকিপারকে সেখানে রাখা সরকার সমচিন মনে করে না বলেও জানান তিনি।

এদিকে, ওষুধের গরমিলের খবরে ক্ষুব্ধ জেলাবাসী। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন লালমনিরহাটের সর্বস্তরের মানুষ। শুধু বদলি বা প্রত্যাহার নয়, জড়িতদের শাস্তি নিশ্চিত করা এবং ঘটনা তদন্তে দুদককে সম্পৃক্ত করার দাবি এলাকার মানুষের।

আরও পড়ুন

তিস্তা নদীর পানি বিপৎসীমার  উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

লালমনিরহাটের দোয়ানী পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৮ সে.মি ওপর দিয়ে প্রবাহিত, নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ল...

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ; ধর্ষক আটক

ভোলার লালমোহন ১ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ভিকটিম ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলার লালমোহন...

নকল দেশি ঔষধ বিদেশি নামে বাজারে

নকল দেশি ঔষধ বিদেশি নামে বাজারে সরবরাহ করায় রাজধানীর হাতিরপুলের একটি প্রতিষ্ঠানকে বিশ লক্ষ টাকা জরিমানা করেছে রেবের ভ্রাম্যমান আদালত। একইসাথে সিলভানট্রেডিং প্রত...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৬১৯ জন

রাজধানীসহ সারাদেশে কমতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু রোগের ‘পিক টাইম’ সেপ্টেম্বর মাস হলেও বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা...

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন; স্বামী আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শশুড়বাড়ীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার সকালে পৌর সদরের দত্তপাড়া গ্রামে। নিহতের নাম লাকি আক্তার (২২)। সে দত্তপা...

ভিজিএফ এর ৫৬০ বস্তা চালসহ দুইজন আটক

চাঁপাইনবাবগঞ্জ সদরে ভিজিএফ এর ৫৬০ বস্তা চালসহ দুইজনকে আটক করেছে পুলিশ।    মঙ্গলবার গভীর রাতে অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম তাজকির-উজ-জামানের নেতৃ...