DBC News
'খালেদার মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ নেই'

'খালেদার মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ নেই'

খালেদা জিয়ার মুক্তির জন্য আন্তর্জাতিক কোন চাপ নেই। তার স্বাস্থ্য উদ্বেগজনক অবস্থায় আছে এমন কোন তথ্যও চিকিৎসকরা দেননি বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনদের সাথে এক যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, 'বাস্তবে তারা বেগম জিয়ার শারিরীক অবস্থা নিয়ে রাজনীতি করতেই বেশি ব্যস্ত এবং অভ্যস্ত।'

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধীদল তৈরি হোক, সেটা সরকার চায়। 

সভার শুরুতেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসুচি পালন করবে। তবে এবার তৃণমুল নেতাদের সম্মাননা জানানো হবে না। অনুষ্ঠানটি পরবর্তীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আয়োজন হবে। 

আরও পড়ুন

এশিয়া প্যাসিফিকে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ: এডিবি

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ৪৫টি দেশের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবার উপরে আছে বাংলাদেশ; এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে ।এশিয়ান ডেভেলপ...

'সবার জন্য স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনা করছে সরকার'

দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত প্...

বগুড়ায় ভোটের পর সব ভোট হবে ইভিএমে: সিইসি

বগুড়া ৬ আসনে উপ-নির্বাচনের পর পরবর্তী সকল নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বুধবার বগুড়া জেলা প্রশাসকের স...

'দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ণের আহ্বান'

নিজের লোক নয়, কমিটিতে দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ণ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে, দলের মধ্যে সব রকমের কোন্দল দূর...