DBC News
চাঁদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চাঁদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চাঁদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নিসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।  

সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় বাস ও অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী ইমরান হোসেন নিহত এবং ভাগ্নি ফাতেমাসহ চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত অবস্থায় দুইজনকে ঢাকায় পাঠানো হয়। পথে ফাতেমা আক্তারের মৃত্যু হয়। এদিকে, চাঁদপুরের শাহমামুদপুর এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় ঝরনা বেগম নামে একজন নিহত হয়েছে।