DBC News
বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখ

বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখ

দেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখ। মোট জনসংখ্যার ৮ কোটি ২৪ লাখ পুরুষ এবং নারী ৮ কোটি ২২ লাখ। এছাড়া, বর্তমানে গড় আয়ু বেড়ে হয়েছে ৭২ বছর তিন মাস। ২০১৭ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ বছর। এরমধ্যে পুরুষের আয়ু ৭০ দশমিক ৮ বছর আর নারীর আয়ু হয়েছে ৭৩ দশমিক ৮ বছর।

বিকেলে এ তথ্য জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আদমশুমারির মধ্যবর্তী অবস্থা তুলে ধরে এই রিপোর্ট প্রকাশ করা হয়। কর্মক্ষম জনগোষ্ঠী বা ১৫ থেকে ৪৯ বছর বয়সী মানুষের সংখ্যা ২০১৭ সালের তুলনায় ২০১৮-তে বেড়েছে দশমিক ২ শতাংশ। প্রতিবেদনে আরো বলা হয়, দেশে ২০১৪ সালে জনসংখ্যা ছিল ১৫ কোটি ৬৮ লাখ, ২০১৫-তে ১৫ কোটি ৮৯ লাখ, ২০১৬-তে ১৬ কোটি ৮ লাখ এবং ২০১৭-তে ছিল ১৬ কোটি ২৭ লাখ। ফলে, ২০১৮ সালে দেশে জনসংখ্যা বেড়েছে ১৯ লাখ। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ২০১৮ সালে ১ দশমিক ৩৩ শতাংশ, যা ২০১৭ সালের তুলনায় দশমিক ০১ শতাংশ কমেছে বলেও প্রতিবেদনে তুলে ধরা হয়।