DBC News
মস্কোতে বিক্ষোভ; আটক পাঁচ শতাধিক

মস্কোতে বিক্ষোভ; আটক পাঁচ শতাধিক

রাশিয়ায় এক সাংবাদিককে মাদক ব্যবসায়ী তকমা দিয়ে আটকের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

সাংবাদিক আইভান গোলুনভকে মঙ্গলবার আটকের পর জনরোষে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় রুশ সরকার। এরপর বুধবার গোলুনভকে মিথ্যা মামলায় ফাঁসানোর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের আটকের দাবিতে রাজধানী মস্কোর রাস্তায় নেমে আসে কয়েকশ সাংবাদিকসহ হাজারো মানুষ। যোগ দেয় বিরোধীদলের নেতাকর্মীরাও।

এসময় বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। আটক করা হয় বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিসহ পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে। বিক্ষোভকারীদের দাবি, সরকারদলীয় নেতাদের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় আটক করা হয় ওই সাংবাদিককে।